শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৯ রান। হাতে ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও সিরিজের টাইগারদের অন্যতম সেরা পারফরমার আরাফাত সানির বাকি ৪ ওভার। কিন্তু দুজনকে এড়িয়ে অধিনায়ক বল তুলে দেন মিডিয়াম ফাস্ট বোলার ফরহাদ রেজার হাতে। বাংলাদেশের টি-২০-এর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শেষ ওভারে ফরহাদ রেজাকে বাজি ধরে ম্যাচটি জিততে চেয়েছিলেন। ওভারের প্রথম ৫ বল ভালোভাবে করে এ কাজটা ভালোভাবেই করেছিলেন ফরহাদ। কিন্তু শেষ বলে সেনানায়েকে ৪ মেরে বাজিতে হারিয়ে দেন মাশরাফিকে। ফলে মাশরাফির সঙ্গে সঙ্গে লঙ্কানদের হাতে সিরিজ খোয়ায় টাইগাররাও। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘কুয়াশার কারণে স্পিনারদের বল ঘোরাতে সমস্যা হচ্ছিল। এ ছাড়া উইকেটে সেট ছিল বাঁ হাতি ব্যাটসম্যান পেরেরা। তাই স্পিনারদের শেষ ওভারটি না দিয়ে বাজি হিসেবে ফরহাদ রেজাকে দেওয়া হয়েছিল।’ শেষ বলের পরিকল্পনা নিয়ে মাশরাফি বলেন, ‘ম্যাচ টাই না করে জিততে চেয়েছিলাম। তাই শেষ বলে বাউন্সার দিয়ে উইকেটটি নিতে চেয়েছিলাম। কিন্তু পিচে পড়ে বলটি না উঠে উল্টো øো হয়ে যায়। এ সুযোগ দিয়ে ব্যাটসম্যান বলটিকে ৪-এ পরিণত করে।’ লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ হারানো ম্যাচ দুটিতেই ফলাফল নির্ধারিত হয়েছে শেষ বলে। শেষ বলে ম্যাচ হেরে টি-২০ সিরিজে হোয়াইওয়াশ হয়েছে টাইগাররা। সিরিজের এ ফলাফল নিয়ে মাশরাফি বলেন, ‘সিরিজের দুটি ম্যাচেই ছোট ভুলের কারণে ম্যাচ হেরেছি। প্রথম ম্যাচে বাজে বল পেয়ে কাজে লাগাতে না পেরে হেরেছি। এ ম্যাচে বাজে বল দিয়ে ম্যাচ হেরেছি।’ ২-০ ব্যবধানে সিরিজ হারলেও এ থেকে অনেক কিছু শিখেছে বাংলাদেশÑ এমন মন্তব্য করে টি-২০ অধিনায়ক বলেন, ‘এ সিরিজে দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল না। দলে যারা ছিল তাদের অনেকেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তার পরও প্রত্যেক ম্যাচে ফাইট করেছে বাংলাদেশ। যে তরুণরা দলে জায়গা পেয়েছে তারা প্রত্যাশামতো খেলেছে। কিন্তু ভাগ্য সহায় ছিল না বলে আমরা হেরে গেছি।’ আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে মাশরাফি বলেন, ‘ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হারানোর ক্ষমতা রয়েছে বাংলাদেশের। টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে সে কথাগুলো হচ্ছিল তা ভুল প্রমাণ করে আমরা দলগতভাবে ভালো করেছি। ওয়ানডে সিরিজে আমরা ভালো করব আশা করছি।’
শিরোনাম
- যুক্তরাজ্য সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী
- মূল্যস্ফীতি বেড়ে ৮.৫৫%
- পতন থামলেও সংকট কাটেনি
- বসুন্ধরা কিংসের খেলোয়াড় তৈরির কারখানা
- নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা
- বন ও পরিবেশ সুরক্ষায় মন্ত্রণালয়ের এক বছরের উদ্যোগ
- তিন ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক
- এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে : ইসি
- পাওয়া না পাওয়ার এক বছর
- শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো দলের দখলের বিরুদ্ধে বিএনপি : নজরুল ইসলাম
- ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, এগিয়ে যারা
- সোনারগাঁয়ে পানিতে পড়ে নিখোঁজ ৩ বছরের শিশু রিজভী
- ট্রাম্পের ৫০% শুল্ক : ভারতের শেয়ারবাজারে বিশাল ধস, নামবে জিডিপিও!
- মাঝ আকাশে যাত্রী অসুস্থ, ইস্তাম্বুলে বিমানের লন্ডনগামী ফ্লাইটের জরুরি অবতরণ
- সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
- রোজার আগেই নির্বাচনি ট্রেন নির্ধারিত স্টেশনে পৌঁছাবে : প্রিন্স
- ঝিনাইদহে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
- ‘ফিলিস্তিনের পেলে’ সুলেমান ওবেইদকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
- চুয়াডাঙ্গা সীমান্তে ২১টি স্বর্ণবারসহ যুবক আটক
- বেলকুচিতে বিএনপির বিজয় র্যালিতে জনতার ঢল
কুয়াশাতে স্পিন ব্যবহার করিনি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর