যুববিশ্বকাপে শুরুতেই আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেটকে হারিয়ে দিল বাংলাদেশের যুবারা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের নার্সারি দুইয়ে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২১৩ রানের লক্ষ্যকে সামনে নিয়ে মাঠে নামে বাংলাদেশ। দলের দুই ওপেনার সাদমান ইসলাম ও জয়রাজ শেখ ৪২.২ ওভারেই দলকে পৌঁছে দিয়েছে জয়ের বন্দরে।
এর আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আফগানিস্তানের দুই ওপেনার উসমান গনি ও মোহাম্মদ মুজতাবা ১৫.৫ ওভারে তোলেন ৬৯। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২১২।