ওয়েলিংটন টেস্টের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের দেওয়া ১৯২ রানের জবাবে ভারত করেছে ৪৩৮ রান। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা আদায় করে নিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে।
২৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ২৪ রান করতেই এক উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ভারতের চেয়ে এখন ২২২ রানে পিছিয়ে নিউজিল্যান্ড।
ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন ভারতের হলেও শেখর ধাওয়ানের জন্য ছিল হতাশার। এদিন মাত্র দুই রানের জন্য টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি করতে পারেননি ভারতীয় এই ওপেনার। নার্ভাস নাইটির ফাঁদে আটকা পড়েছেন। টিম সাউদির বলে 'কট বিহাইন্ড' হওয়ার আগে ১২৭ বলে ৯৮ রান করেছেন তিনি। একটি ছক্কা ছাড়াও ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন।
তবে শেখর ধাওয়ান না পারলেও ভারতীয় আরেক ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে কিন্তু ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন। সাউদির শিকার হওয়ার আগে ১৫৮ বলে করেছেন ১১৮ রান। এক ছক্কার সঙ্গে ১৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। ৮৬ বলে ৬৮ রান করে বোল্টের বলে আউট হয়েছেন তিনি।
এছাড়া ৩৮ রান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। অলআউট হওয়ার আগে ৪৩৮ রান করে সফরকারীরা।
কিউই বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন তিন পেসার বোল্ট, সাউদি ও ওয়াগনার। এক উইকেট পেয়েছে নিশাম। কাল শেষ বিকালে মাত্র ৯ ওভারে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ড।
দ্বিতীয় ওভারেই তারা হারায় ওপেনার পিটার ফুলটনকে। দিন শেষে এক উইকেটে ২৪ রান করেছে কিউইরা। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে ভারত।