কিছুদিন আগে এনফিল্ডে কি লজ্জাটাই না পেল আর্সেনাল। লিভারপুলের কাছে হেরেছিল ৫-১ গোলে। এই বিশাল জয় লিভারপুলকে ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা চারে থাকার নিশ্চয়তা এনে দিয়েছে। কিন্তু আর্সেনালকে! গানাররা শীর্ষস্থান হারিয়ে শিরোপা হারানোর ভয়ে আছে। তবে লিভারপুলের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ অপেক্ষা করছে গানারদের সামনে। আজ এমিরেটস স্টেডিয়ামে এফএ কাপে পঞ্চম রাউন্ডের ম্যাচ খেলতে নামছে দুই দল। অলরেডদের বিপক্ষে ঘরের মাঠে আর্সেনালই তো ফেবারিট হিসেবে খেলতে নামবে! আর্সেন ওয়েঙ্গারের ক্ষতটা এখনো শুকোয়নি। গত সপ্তাহে এনফিল্ডের পরাজয়ের কথা আর্সেনাল কখনোই ভুলতে পারে না। ম্যাচের প্রথম ২০ মিনিটেই লিভারপুল এগিয়েছিল ৪-০ গোলে! ওয়েঙ্গার সেই পরাজয়ের প্রতিশোধ নিতে কোনো কসুর করবেন না বলে জানিয়েছেন। 'এই ছেলেরা বিজয়ী। তারা পরাজিত হলে খুবই দুঃখ পায়। এ অবস্থায় সবাই সুযোগের সন্ধান করে দুঃখ ভোলার জন্য। আর আমাদের হাতে চমৎকার একটা সুযোগ আছে।' আজ সেই সুযোগেরই সদ্ব্যবহার করতে চান আর্সেন ওয়েঙ্গার। তবে এমিরেটস স্টেডিয়ামে লিভারপুলের রেকর্ড একেবারে খারাপ নয়। এমিরেটসে গত পাঁচ ম্যাচে আর্সেনালের বিপক্ষে লিভারপুলের দখলে রয়েছে এক জয় এবং দুই ড্র। বাকি দুটিতে জিতেছে আর্সেনাল। সেক্ষেত্রে আর্সেন ওয়েঙ্গার দুর্দান্ত লিভারপুলকে অবহেলা করতে পারেন না। ওয়েঙ্গার অবশ্য তা করছেনও না। লিভারপুলকে যোগ্য মর্যাদা দিতে তার আপত্তি নেই। এদিকে হোসে মরিনহো আর্সেন ওয়েঙ্গারকে একরকম ক্ষেপিয়েই তুলেছেন। ব্যর্থ হওয়ার ক্ষেত্রে নাকি আর্সেন ওয়েঙ্গার একজন বিশেষজ্ঞ।