ভাগ্য বলেই
টেস্টের মতো টি-২০ সিরিজও জিতে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেছেন লঙ্কান তারকা দিলশান। তিনি খোলাখুলিভাবে বলেছেন, টেস্ট তেমন বাধা না পেলেও টি-২০ দুই ম্যাচে বাংলাদেশ হারলেও নিষ্পত্তি হয়েছে শেষ বলে। এখানে ভাগ্য আমাদের পক্ষে ছিল বলেই জয় পেয়েছি। তা না হলে সিরিজ জেতাটা সম্ভব ছিল না। তিনি সাকিবদের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বলেন, সামনেই টি-২০ বিশ্বকাপ। যদি এ ধরনের খেলা খেলতে পারে তাহলে আমার মনে হয় বাংলাদেশ শিরোপাও জিততে পারে।
মুশফিক থাকলে
ইনজুরির কারণে টি-২০ সিরিজে মাঠের বাইরে ছিলেন নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। ওয়ানডে সিরিজে তিনিই নেতৃত্ব দেবেন। টি-২০ সিরিজ হারার পর অনেকেই মন্তব্য করেছেন মুশফিক দলে থাকলে দুই ম্যাচই বাংলাদেশ জিততো। তিনি যেমন দলকে যোগ্যভাবে নেতৃত্ব দিতে পারেন তেমনি বিপদের সময় ব্যাটিংয়ে জ্বলে উঠতে পারেন।
উচিত ছিল
শতবর্ষের আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচ গতকাল অনুষ্ঠিত হয়ে গেল। শেখ জামাল ও কলকাতা মোহামেডান শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল। স্যাটেলাইট চ্যানেল জলসা মুভির মাধ্যমে অনেকে ফাইনাল উপভোগ করেছেন। অনেকের টিভিতে এ চ্যানেল না থাকাতে তারা গুরুত্বপূর্ণ ফাইনাল দেখতে পারেননি। জাতীয় দলের সাবেক এক ফুটবলার তাই আক্ষেপ করে বলেন বাফুফের উচিত ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম আঙ্গিনায় জায়ান্ট স্কিন বসানো। তাহলে অনেক ফুটবলপ্রেমীই ম্যাচটা দেখতে পারতেন।
তবু আস্থা
ব্রাজিল বিশ্বকাপ নিয়ে শঙ্কার শেষ নেই। সময়মতো স্টেডিয়ামগুলো হাতে পায়নি ফিফা। এখনো অন্তত পাঁচটি স্টেডিয়ামের প্রস্তুতির অনেক কাজ বাকি। ফিফা অবশ্য তারপরও আস্থা রাখছে ব্রাজিলের উপর। মার্চ পর্যন্ত সময় ছিল বাকি স্টেডিয়ামগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। ব্রাজিল সম্ভবত এই সময়সীমাও ধরতে পারছে না। এমন পরিস্থিতিতে ফিফার সেক্রেটারি জেনারেল জেরোমি ভালকে আজ ব্রাজিল যাচ্ছেন স্টেডিয়ামগুলো পরীক্ষা করার জন্য। তার রিপোর্টের উপর ভিত্তি করে আগামী মঙ্গলবার ফিফা সিদ্ধান্ত নিবে, কোথায় ম্যাচ থাকবে এবং কোথায় থাকবে না। ব্রাজিল যাত্রার আগে ফিফার ওয়েবসাইটে লেখা এক কলামে ভালকে লিখেছেন, '১২টি স্টেডিয়ামের কোনোটারই বিশ্রাম নেওয়ার সময় নেই। প্রতিটি স্টেডিয়ামেই এখনো অনেক কাজ বাকি।' বিশ্বকাপের ১২টি স্টেডিয়ামের পাঁচটিতে এখনো চলছে কনস্ট্রাকশনের কাজ। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কুরিতিবার বাইঙ্াডা স্টেডিয়াম।