স্কয়ার গ্রুপের ১৩তম গলফ টুর্নামেন্ট কুর্মিটোলা গলফ ক্লাবে ১২-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল মোল্লাহ ফজলে আকবর প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান খান, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল জে এম কামরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.) ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি