ষষ্ঠ উইকেট জুটিতে বিজে ওয়াটলিংকে নিয়ে রেকর্ড ১৫৮ রানের জুটি গড়েছেন ব্রেন্ডল ম্যাককুলাম। এতে দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট হাতে এখন পর্যন্ত ছয় রানের লিড পেয়েছে কিউইরা। এতে ভারতের ইনিংস জয়ের স্বপ্নটা পরিণতিতে যাওয়ার আগেই ভঙ্গ হল। দীর্ঘায়িত হল ভারতের জয়-অপেক্ষা।
বেসিন রিজার্ভের দ্বিতীয় দিন শেষেই ইনিংস পরাজয়ের রক্তচক্ষু দেখেছিল নিউজিল্যান্ড। রবিবার সিরিজের দ্বিতীয় টেস্টে লংগার ভার্সনে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়ে নিউজিল্যান্ডকে নিশ্চিত ইনিংস পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন ব্লাক ক্যাপসদের উইকেটকিপার এই ব্যাটসম্যান।
টস হারা নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায়। এর জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ৪৩৮ রান করে থামে। ফলে প্রথম ইনিংসেই ২৪৮ রানের লিড পায় সফরকারী ভারত। এর জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে রবিবার টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে মাত্র চার উইকেট হারিয়েই দিন শেষ করতে পেরেছে কিউইরা। ফলে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা থেকে রক্ষা পেয়েছে নিউজিল্যান্ড।
তাছাড়া ব্লাক ক্যাপসদের দ্বিতীয় ইনিংসকে এখনো চালিয়ে নিয়ে যাচ্ছেন ব্রেন্ডন ম্যাককুলাম (১১৪) ও বিজে ওয়াটলিং (৫২)। ষষ্ঠ উইকেট জুটিতে পাঁচ উইকেট হাতে রেখে ২৫২ রান তুলে অবিচ্ছিন্ন রয়েছে জমে যাওয়া এই জুটিটি।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ভারতের পেসার জহির খান তিনটি উইকেট দখল করেন। একটি করে উইকেট গেছে পেসার মোহাম্মদ সামি ও স্পিনার রবীন্দ্র জাদেজার ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: প্রথম ইনিংস-১৯২/১০ (উইলিয়ামসন ৪৭, ইশান্ত ৬/৫১) দ্বিতীয় ইনিংস-২৫২/৫ (ম্যাককুলাম ১১৪, জহির ৩/৬০)।
ভারত: প্রথম ইনিংস-৪৩৮/১০ (রাহনে ১১৮, সাউদি ৩/৯৩)