টেস্টের পর টি-২০ সিরিজও জিতে নিয়েছে শ্রীলঙ্কা। আজ শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। টেস্ট ও টি-২০র মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও জয় পেতে চান লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তবে টেস্ট ও টি-২০র চেয়ে ওয়ানডেতে জয় পাওয়াটা অনেক বেশি কঠিন হবে বলে মনে করেন তিনি। ম্যাথুস বলেন, 'বাংলাদেশকে হারানো সহজ নয়। গত কয়েক ম্যাচে জয় পেতে আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। টি-২০ কিংবা ওয়ানডেতে ওরা অনেক শক্তিশালী দল। ভালোভাবে ফেরার সামর্থ্য আছে ওদের। কিন্তু আমার বিশ্বাস, আমরা আমাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারব। টি-২০র মতো ওয়ানডেতেও ভালো করব। চেষ্টা করব ভালো খেলে আমাদের অবস্থানটা ধরে রাখতে।'
কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে ও তিলকারত্নে দিলশানের মতো সিনিয়র ক্রিকেটার দলে থাকায় অ্যাঞ্জেলো ম্যাথুসের দায়িত্ব অনেকটাই কমে গেছে। তারপরেও অধিনায়কের ঘাঁড়ে বাড়তি দায়িত্ব তো থাকবেই। কখনো কখনো তা নিজের পারফরম্যান্সেও প্রভাব ফেলে। লঙ্কান দলপতি বলেন, 'দলের অধিনায়ক হিসেবে শুধুমাত্র নিজের খেলার প্রতি মনোযোগী হলেই তো হবে না। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে দল ভালো করতে পারে। অন্যান্য খেলোয়াড়রা যাতে ভালো করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তবে অনেক সময় একটু আধটু সমস্যা হলেও ভালোই লাগে।' তিন সিনিয়র ক্রিকেটারের মধ্যে মাহেলাকে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তারপরেও দলের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। ম্যাথুস বলেন, 'আমাদের সৌভাগ্য যে আমরা দুইজন সিনিয়র ক্রিকেটারকে দলে পেয়েছি। যদিও মাহেলাকে ওয়ানডে সিরিজে পাচ্ছি না। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে আমাদের দলে বেশ কয়েকজন খুবই ভালো মানের ক্রিকেটার আছে, যারা পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে অনেক ভালো খেলেছে। প্রিয়ঞ্জন, কিথু, অ্যাঞ্জেলো পেরেরার মেধাবী ক্রিকেটাররা আমাদের ওয়ানডে একাদশে থাকবেন। আমার চেষ্টা থাকে সেরা একাদশটাই মাঠে নামাতে।