পক্ষকালও হয়নি, ইত্তিহাদ স্টেডিয়াম থেকে ১-০ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছিল মরিনহোর শিষ্যরা। এরই মধ্যে সেই ইত্তিহাদ স্টেডিয়ামেই নির্মম প্রতিশোধ নিয়ে নিল ম্যানচেস্টার সিটি। এফএ কাপের পঞ্চম রাউন্ডে ২-০ গোলে চেলসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নিল ম্যানুয়েল পেল্লেগ্রিনির দল। ব্লুজদের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত খেলেছে ম্যানসিটি। জুভেটিক, জেকো, ইয়া তোরে এবং ডেভিড সিলভাদের সঙ্গে সমান্তরালে পা ফেলতে পারেননি ইতো-হ্যাজার্ডরা। ফলাফলটা হাতে হাতেই। এফএ কাপ থেকে বাদ পড়তে হলো চেলসিকে। হোসে মরিনহোর হাতে জয় করার মতো শিরোপা থাকল কেবল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ইংলিশ প্রিমিয়ার লিগ! গত শনিবার চেলসির বিপক্ষে ম্যানসিটির জয়ের নায়ক ছিলেন স্টিভেন জুভেটিক এবং সামির নাসরি। দুজনেই একটি করে গোল করেছেন। এ জয়ের ফলে ম্যানসিটিও প্রস্তুত হয়ে গেল বার্সেলোনার মুখোমুখি হওয়ার। আগামীকালই ইত্তিহাদ স্টেডিয়ামে অতিথি হিসেবে আসছেন মেসিরা। চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বের ম্যাচ। গুরুত্বপূর্ণ তো বটেই। কিন্তু কতটা গুরুত্বপূর্ণ! ম্যানসিটি নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্ব খেলতে নামছে। অন্যদিকে এই সেদিনও চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে বার্সেলোনা। তবে বর্তমান ক্লাবগুলোর পারফরম্যান্স বিচার করলে ম্যানসিটি এগিয়ে থাকছে অনেকটাই। তবে বার্সেলোনার আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনোর জন্য সুখবর। লিওনেল মেসি দুর্দান্ত ফর্মে ফিরেছেন। নেইমারও ইনজুরি কাটিয়ে ফিরেছেন মাঠে। গোলও করেছেন গত ম্যাচে। সবমিলিয়ে সেরা একাদশ বাছাই করার পূর্ণ সুযোগ পাচ্ছেন মার্টিনো। এদিকে ম্যানসিটি চেলসিকে নিজেদের মাটিতে হারিয়ে আত্দবিশ্বাসটা আরও উঁচুতে নিয়ে গেল গত শনিবার। তবে চেলসির বিপক্ষে জিতেও মাটিতেই থাকছেন ম্যানুয়েল পেল্লেগ্রিনি। 'আমাদেরকে এখন বার্সেলোনার ব্যাপারে ভাবতে হবে।'