ন্যু ক্যাম্পে বার্সেলোনা-রেয়ো ভলকানো ম্যাচের তখন শেষ মিনিট। মাঠের প্রান্তসীমা পেরিয়ে নেইমার-দানি আলভেজ সাম্বা নাচে মেতে উঠলেন। ন্যু ক্যাম্পের দর্শকরা তখন দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছে। উপলক্ষ, দীর্ঘ ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই গোল করেছেন নেইমার। তাও যে সে গোল নয়। মাঝ মাঠ থেকে বল নিয়ে একাই ছুটে গেছেন ভলকানোর রক্ষণব্যুহের দিকে। ডি বঙ্রে বেশ কয়েক গজ দূর থেকে জোরাল শটে দুর্দান্ত গোল। নেইমারের গোলটা নিয়েই ম্যাচ রিপোর্ট লেখা হয়ে যেতো। কিন্তু ভলকানোর বিপক্ষে বার্সেলোনার ৬-০ গোলের জয়ের নায়ক তো লিওনেল মেসি। কেবল দুটি গোল করেছেন বলেই নয়, একটি ইতিহাসও তো জড়িয়ে আছে এর সঙ্গে! লা লিগায় মেসির রাজত্ব চলছে অর্ধযুগ ধরেই। সংক্ষিপ্ত রাজত্বের এই ইতিহাসে অতীতের অনেক রাজাকেই তিনি পিছনে ফেলে এসেছেন। গত শনিবার স্পর্শ করলেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ কিংবদন্তি রাউল গঞ্জালেসকে। লা লিগায় গোলদাতার তালিকায় মেসি-রাউল এখন সমান্তরালে। দুজনেই করেছেন ২২৮টি করে গোল। রাউলের লেগেছে ৫৫০ ম্যাচ। মেসির মাত্র ২৬৩ ম্যাচ! লা লিগায় গোলদাতার তালিকায় মেসির উপরে কেবল অ্যাথলেটিক বিলবাওয়ের স্প্যানিশ স্ট্রাইকার টেলমো জারা (২৭৭ ম্যাচে ২৫১ গোল) এবং রিয়াল মাদ্রিদের মেঙ্কিান তারকা হুগো সানচেজ (৩৪৭ ম্যাচে ২৩৪ গোল)। রেয়ো ভলকানোর বিপক্ষে ন্যু ক্যাম্পে বার্সেলোনার গোল উৎসবের সূচনা করেন আদ্রিয়ানো। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এরপর লিওনেল মেসি ৩৬ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে দেন কাতালানদের। আলেঙ্সি সানচেজ ও পেদ্রোর গোলে বার্সেলোনা এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। এরপরই মেসি স্পর্শ করেন রাউলকে। দুজন ডিফেন্ডার এবং গোলরক্ষক রুবেনকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জাদুতে মেসি বল জালে জড়ান। বার্সেলোনার জয় তো নিশ্চিত হয়েছিল আগেই। তবে ইনজুরি থেকে ফিরে নেইমার নিজেকে প্রমাণ করার জন্যই যেন দুর্দান্ত গোলটা করেন ম্যাচের ৮৯ মিনিটে।
দুর্দান্ত এ জয় বার্সেলোনাকে লা লিগায় শীর্ষেই রাখল। ২৪ ম্যাচে কাতালানদের সংগ্রহ ৬০ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুই নম্বরে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গত শনিবার তারা ভ্যালাদলিদকে ৩-০ গোলে হারিয়েছে। গত রাতে গেটাফের বিপক্ষে জয় পেয়ে থাকলে পয়েন্ট তালিকায় বার্সা-অ্যাটলেটিকোর সমান্তরালে আছে রিয়াল মাদ্রিদও। অবশ্য পয়েন্ট তালিকায় গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদেরকে তিন নম্বরেই থাকতে হবে। বার্সেলোনার কাছে অবশ্য শনিবারের জয়টা বিশেষ কিছুই। আগামীকালই তাদেরকে মুখোমুখি হতে হবে ইংলিশ লিগের পরাশক্তি ম্যানসিটির। ইত্তিহাদ স্টেডিয়ামের জন্য বাড়তি টনিক পেয়ে গেছেন মেসিরা!