পথে পথে আল্পনা আঁকা। গাছে গাছে লাল-নীল বাতি রঙিন বাতি। নগরীর প্রতিটি বৈদ্যুতিক খুঁটিতে বিশ্বকাপের লোগো, বিলবোর্ডে সাঁটানো পণ্যের বিজ্ঞাপনকে আড়াল করে ক্রিকেটারদের জন্য লেখা ‘শুভ কামনা’ বার্তা। নগরীর বিভিন্ন সড়কে পথনির্দেশক (ইনডিকেটর) সাইনবোর্ডে তীর চিহ্ন দিয়ে লেখা- ‘সিলেট ক্রিকেট স্টেডিয়াম এইদিকে।’ চারিদিকে সাজ সাজ রব দেখে মনে হয়েছে নগরীর সব পথ যেন মিলেছে সিলেট স্টেডিয়ামে। সব পথিকের গন্তব্য একটাই, স্টেডিয়াম! এ সবকিছু টি-২০ বিশ্বকাপকে ঘিরে। কাল ছিল সিলেট স্টেডিয়ামের অভিষেক। অনুপম সৌন্দর্যের এই স্টেডিয়ামের অভিষেক হয়েছে স্মরণীয় এক ম্যাচ দিয়ে। এরচেয়ে বর্ণিল, স্বর্ণালি অভিষেক আর হতেই পারে না! স্টেডিয়ামের অভিষেক ম্যাচে আয়ারল্যান্ড শেষ বলে হারিয়েছে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে। টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় ৩ উইকেটে ম্যাচ জিতে চূড়ান্ত পর্বের পথটা অনেকটা মসৃণ করে নিয়েছে আইরিশরা।
শেষ ওভারে জয়ের জন্য আয়ারল্যান্ডের দরকার মাত্র চার রান। হাতে ৫ উইকেট। এমন সমীকরণটাতেই কঠিন করে দেন জিম্বাবুয়ের পেসার পানিয়াঙ্গারা। প্রথম দুই বলে দুই রান নিয়ে কাজটা সহজ করে নেন দুই আইরিশ ব্যাটসম্যান। চার বলে দুই রান। জয়োৎসবে মেতে উঠতে সাজঘরের বাইরে চলে আসেন আইরিশ ক্রিকেটাররা। কিন্তু পানিয়াঙ্গারা তৃতীয় বলে এডি জয়েসকে বোল্ড করে জমিয়ে তুলেন খেলাকে। পরের বলে সোরেনসন রান আউট। দরকার দুই বলে দুই রান। থম্পসন পঞ্চম বলটিকে থার্ড ম্যানে খেলেই দ্রুত প্রান্ত বদল করে নেন। দুই দলের রান তখন সমান, ১৬৩। এক বলও বাকি তখন। যদি এই বলে কোনো রান না দেন পানিয়াঙ্গারা, তাহলে ‘টাই’ হবে ম্যাচ এবং ফলাফল নির্ধারিত হবে সুপার ওভারে! এমন সমীকরণের সময় জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্রেন্ডন টেলর যদি সরাসরি বলটিকে উইকেটে লাগাতে পারতেন, তাহলেই ম্যাচ গড়াতো সুপার ওভারে। কিন্তু পারেননি। দ্রুত রান নিয়ে ম্যাচটি জিতে নেয় আয়ারল্যান্ড। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক টেলর মাত্র ৪৬ বলে। যাতে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। শেষ বলে জিতলেও ওপেনার পল স্টার্লিং হয়েছেন ম্যাচ সেরা। ৬০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন মাত্র ৩৪ বলে ৯ চার ও এক ছক্কায়। দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ড ৬ উইকেটে আরব আমিরাতকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আমিরাত ১৫১ রানে অলআউট হয়ে যায়। পরে নেদারল্যান্ড ৭ বল বাকি থাকতেই ৪ উইকেটে ১৫২ রান তোলে নেয়।
শিরোনাম
- পুতিনের সঙ্গে ফোনালাপে ইউক্রেন বিষয়ে অগ্রগতি হয়নি : ট্রাম্প
- টাঙ্গাইলে ১০ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ‘কুলি’-তে আমির খানের রাফ লুক, ফার্স্ট লুকেই চমক
- টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত অন্তত ৬৩
- রামগতিতে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
- যে প্রশ্ন থেকে জন্ম নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
- ‘গরিবের প্রোটিন’ ব্রয়লারও এখন নাগালের বাইরে!
- মায়ের সঙ্গে তর্ক: অভিনেত্রীর ১৪ বছর বয়সী ছেলের আত্মহত্যা
- সীমান্তে ৩০ আফগান ‘জঙ্গি’ হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর
- ‘২৭০ কোটি টাকা আত্মসাৎ’ : সাইফুল আলম-পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- মৌলভীবাজারে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
- গিলের ২৬৯ রানের মহাকাব্য, অধিনায়ক হিসেবে ভারতের সর্বোচ্চ টেস্ট রান
- মুরাদনগরের ধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব, মূল হোতা গ্রেফতার
- প্রতিদিন ৪০ আত্মহত্যা: চামড়া ও চেহারার যুদ্ধ দক্ষিণ কোরিয়ায়
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
শেষ বলে আয়ারল্যান্ডের উল্লাস
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর