পথে পথে আল্পনা আঁকা। গাছে গাছে লাল-নীল বাতি রঙিন বাতি। নগরীর প্রতিটি বৈদ্যুতিক খুঁটিতে বিশ্বকাপের লোগো, বিলবোর্ডে সাঁটানো পণ্যের বিজ্ঞাপনকে আড়াল করে ক্রিকেটারদের জন্য লেখা ‘শুভ কামনা’ বার্তা। নগরীর বিভিন্ন সড়কে পথনির্দেশক (ইনডিকেটর) সাইনবোর্ডে তীর চিহ্ন দিয়ে লেখা- ‘সিলেট ক্রিকেট স্টেডিয়াম এইদিকে।’ চারিদিকে সাজ সাজ রব দেখে মনে হয়েছে নগরীর সব পথ যেন মিলেছে সিলেট স্টেডিয়ামে। সব পথিকের গন্তব্য একটাই, স্টেডিয়াম! এ সবকিছু টি-২০ বিশ্বকাপকে ঘিরে। কাল ছিল সিলেট স্টেডিয়ামের অভিষেক। অনুপম সৌন্দর্যের এই স্টেডিয়ামের অভিষেক হয়েছে স্মরণীয় এক ম্যাচ দিয়ে। এরচেয়ে বর্ণিল, স্বর্ণালি অভিষেক আর হতেই পারে না! স্টেডিয়ামের অভিষেক ম্যাচে আয়ারল্যান্ড শেষ বলে হারিয়েছে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে। টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় ৩ উইকেটে ম্যাচ জিতে চূড়ান্ত পর্বের পথটা অনেকটা মসৃণ করে নিয়েছে আইরিশরা।
শেষ ওভারে জয়ের জন্য আয়ারল্যান্ডের দরকার মাত্র চার রান। হাতে ৫ উইকেট। এমন সমীকরণটাতেই কঠিন করে দেন জিম্বাবুয়ের পেসার পানিয়াঙ্গারা। প্রথম দুই বলে দুই রান নিয়ে কাজটা সহজ করে নেন দুই আইরিশ ব্যাটসম্যান। চার বলে দুই রান। জয়োৎসবে মেতে উঠতে সাজঘরের বাইরে চলে আসেন আইরিশ ক্রিকেটাররা। কিন্তু পানিয়াঙ্গারা তৃতীয় বলে এডি জয়েসকে বোল্ড করে জমিয়ে তুলেন খেলাকে। পরের বলে সোরেনসন রান আউট। দরকার দুই বলে দুই রান। থম্পসন পঞ্চম বলটিকে থার্ড ম্যানে খেলেই দ্রুত প্রান্ত বদল করে নেন। দুই দলের রান তখন সমান, ১৬৩। এক বলও বাকি তখন। যদি এই বলে কোনো রান না দেন পানিয়াঙ্গারা, তাহলে ‘টাই’ হবে ম্যাচ এবং ফলাফল নির্ধারিত হবে সুপার ওভারে! এমন সমীকরণের সময় জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্রেন্ডন টেলর যদি সরাসরি বলটিকে উইকেটে লাগাতে পারতেন, তাহলেই ম্যাচ গড়াতো সুপার ওভারে। কিন্তু পারেননি। দ্রুত রান নিয়ে ম্যাচটি জিতে নেয় আয়ারল্যান্ড। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক টেলর মাত্র ৪৬ বলে। যাতে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। শেষ বলে জিতলেও ওপেনার পল স্টার্লিং হয়েছেন ম্যাচ সেরা। ৬০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন মাত্র ৩৪ বলে ৯ চার ও এক ছক্কায়। দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ড ৬ উইকেটে আরব আমিরাতকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আমিরাত ১৫১ রানে অলআউট হয়ে যায়। পরে নেদারল্যান্ড ৭ বল বাকি থাকতেই ৪ উইকেটে ১৫২ রান তোলে নেয়।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার
শেষ বলে আয়ারল্যান্ডের উল্লাস
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর