নিটল টাটা পেশাদার ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হচ্ছে আজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও উত্তর বারিধারা খেলার মধ্যে দিয়ে শেষ হচ্ছে লিগের প্রথম অংশ। আজ জিতলে শেখ জামাল ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে। ড্র হলে আবাহনীর সঙ্গে ১৯ পয়েন্টের যৌথভাবে শীর্ষে থাকবে। হারলে আবার আবাহনীর অবস্থান হবে সবার উপরে। জামালের অধিনায়ক মামুনুল ইসলাম আজ জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও সতর্ক হয়ে মাঠে নামবেন।