দল জিতলেও এক রানের জন্য আফসোস করতেই পারেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর। বিশ্বকাপে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি থেকে কাল বঞ্চিত হয়েছেন তিনি। নেদারল্যান্ডের বিরুদ্ধে ৩৬ বলে ৪৯ রান করে আউট হয়েছেন। তবে সর্বোচ্চ রান করা ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক।
সিলেট স্টেডিয়ামে কাল নাটকীয় ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন ভূসি সিবান্দা। তবে জয়ের ভিত্তিটা কিন্তু তৈরি করে দিয়েছিলেন টেলরই। মিডল অর্ডারে তিনি শক্ত হাতে ডাচ বোলারদের মোকাবিলা করেছেন। দ্রুত রান তোলার পাশাপাশি তিনি উইকেট ধরে রাখার কাজটিও করেছেন। এই ম্যাচে জিতে সুপার টেন-এ যাওয়ার সম্ভাবনাকে জিইয়ে রাখল জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে তারা আইরিশদের কাছে হেরেছিল। তবে ওই ম্যাচেও দারুণ ব্যাটিং করেছিলেন টেলর। ৫৯ রানের দারুণ একটা ইনিংস খেলেছেন। কিন্তু আইরিশদের বড় টার্গেট দেওয়ার পরও কাজ হয়নি। তবে দুই ম্যাচ মিলে ১০৮ রান করেন টেলরই এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। কাল ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে টেলর বলেন, 'মিস ফিল্ডিংয়ের কারণে ১০-১৫ রান বেশি দিতে হয়েছে। তারপরেও আমরা জিতেছি। ভালোই লাগছে। এ ম্যাচে ফিনিশিংটা আমাদের চমৎকার হয়েছে।'