ইরানকে হারাবে বাংলাদেশ। এ নিয়ে কারো সংশয় ছিল না। কিন্তু প্রথমে গোল খেলে দর্শকরা কিছুটা হলেও টেনশনে পড়ে গিয়েছিলেন। না কোনো অঘটন নয় বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান গেমস বাছাই পর্ব হকিতে সেমিফাইনাল খেলবে। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ ৩-১ গোলে ইরানকে পরাজিত করে। দুর্বল প্রতিপক্ষ হলেও প্রথমার্ধে ২৭ মিনিটে বাংলাদেশে জালে বল পাঠিয়ে দর্শকদের অবাক করে দেয় ইরান। রক্ষণভাগের ভুলে আমিরি মাজিদ গোলটি করেন। এরপর সমতা ফেরাতে রীতিমতো ঘাম ঝরাতে হয় বাংলাদেশকে। অসংখ্য সুযোগ পেয়েও প্রথমার্ধে গোলের দেখা পায়নি চয়নরা। শেষ পর্যন্ত স্বস্তি আসে ৫৩ মিনিটে। পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ১-১ আনেন অধিনায়ক চয়নই। এরপর অবশ্য ইরানকে আর খুঁজে পাওয়া যায়নি। ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে স্বাগতিকরা। ৫৮ মিনিটে পুুষ্কর ক্ষিসা মিমো বাংলাদেশকে এগিয়ে রাখেন। শেষ মিনিটে নান্নু জালে বল পাঠালে ইরানের হার নিশ্চিত হয়ে যায়। এ জয়ে 'এ' গ্রুপের রানার্স আপ শ্রীলঙ্কার সঙ্গে সেমিতে খেলবে বাংলাদেশ। অপরদিকে ওমান ও সিঙ্গাপুর আরেক সেমিতে লড়বে। ২৩ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। শীর্ষে থাকা ছয় দল এশিয়ান গেমস হকিতে খেলার সুযোগ পাবে।