ইনজুরির জন্য খেলেননি এশিয়া কাপ। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হার দেখেছিলেন ঘরে বসে টেলিভিশনে। তিন সপ্তাহের ব্যবধানে সেই পাকিস্তানের বিপক্ষে আবারও মাঠের লড়াইয়ে নামছে ভারত। এবার লড়াই টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। যার শুরু আজ। টি-২০ বিশ্বকাপে এর আগে যে তিনবার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের, তাতে একবারও হারেনি ধোনিবাহিনী। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচে চালকের আসনে বিশ্বচ্যাম্পিয়নরা। পরিসংখ্যানের বিচারে এগিয়ে থাকলেও আজ প্রতিপক্ষকে হালকাভাবে দেখছেন না, কিংবা অন্যকিছু ভাবছেন না। ধোনির মতে, আজ তারাই জিতবে, যারা ভালো খেলবে। আজকের লড়াইয়ে নামার আগে দুই দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। ব্যাটসম্যানরা ভালো করলেও বোলিং নিয়ে চিন্তিত ভারতীয় অধিনায়ক, 'দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরও আমি বোলিং নিয়ে চিন্তিত। ব্যাটিং নিয়ে তেমন কোনো চিন্তা নেই। মূল বিষয় হচ্ছে ইনিংসের শুরুটা ভালো করতে হবে।