নাম দিয়ে হিলডেরাল্ডো লুইস বেলিনিকে হয়তো এখন কেউ নাও চিনতে পারেন। কিন্তু বিশ্ব ফুটবলে ব্রাজিলের উত্থানটা শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেই বেলিনি দীর্ঘদিন আলঝেইমার রোগে ভুগে গতকাল বৃহস্পতিবার ৮৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে।
১৯৫৭ সালে ব্রাজিলের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল বেলিনির। পরের বছরের বিশ্বকাপেই তাঁর হাতে উঠেছিল অধিনায়কত্বের বাহুবন্ধনী। ১৭ বছর বয়সী পেলে, মারিও জাগালো, গারিঞ্চাদের নিয়ে গড়া সেই দলটিই প্রথমবারের মতো ব্রাজিলের ঘরে বিশ্বকাপ তুলেছিল। ১৯৬৬ সালে অবসর নেওয়ার আগে ব্রাজিলের হয়ে ৫১টি ম্যাচ খেলেছিলেন এই ডিফেন্ডার।
রিও ডি জেনিরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামের বাইরে যে মূর্তিটি আছে, সেখানে দেখা যায় এক হাতে বিশ্বকাপ ট্রফিটি ধরে রেখেছেন বেলিনি। কিন্তু সম্ভবত তিনি ফুটবল বিশ্বে স্মরণীয় হয়ে থাকবেন দুই হাতে বিশ্বকাপ শিরোপাটি মাথার ওপরে তুলে ধরার ছবিটা দিয়েই। তিনিই প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক, যিনি বিশ্বকাপ ট্রফিটি তুলে ধরেছিলেন মাথার ওপরে। ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপজয়ী অধিনায়কদেরও দেখা গেছে এই ভঙ্গিটারই পুনরাবৃত্তি করতে।
ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই সেন্ট্রাল ডিফেন্ডার ক্লাব ফুটবলে সফল একটা সময় পার করেছেন ভাস্কো দ্য গামা ও সাও পাওলো ফুটবল ক্লাবে।— রয়টার্স