বোনাস পয়েন্ট নিয়ে শেষ রাউন্ডের খেলার দুইদিন আগেই চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করেছে ঢাকা বিভাগ। শিরোপা নির্ধারিত হয়ে যাওয়ায় আবেদন কমে গেছে ওয়ালটন জাতীয় ক্রিকেটের। যদিও জাতীয় ক্রিকেটের শেষ রাউন্ডের খেলা আরও একদিন বাকি আছে। আজ খেলার শেষ দিন। ঢাকা চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় আজ নির্ধারিত হবে রানার্স আপ। রানার্স আপ লড়াইয়ে রাজশাহী এগিয়ে রয়েছে। তার পিছনে রয়েছে রংপুর। উত্তেজনাহীন শেষ রাউন্ডের মূল আকর্ষণ তানভীর হায়দার। পঞ্চম রাউন্ডের পর কালও সেঞ্চুরি করেছেন রংপুরের এই ক্রিকেটার। পঞ্চম রাউন্ডে সিলেটের বিপক্ষে করেছিলেন ১১১ রান এবং গতকাল বরিশালের বিপক্ষে অপরাজিত থাকেন ১২১ রানে। সেঞ্চুরি করেছেন চট্টগ্রামের মুমিনুল হকও।
কঙ্বাজার স্টেডিয়ামে খুলনার বিপক্ষে জয়ের গন্ধ পাচ্ছে চ্যাম্পিয়ন ঢাকা। জয়ের জন্য আজ শেষ দিন ঢাকার দরকার মাত্র ১২৭ রান। হাতে রয়েছে ৯ উইকেটে। আগের দিনের ৩ উইকেটে ৯৪ রান নিয়ে খেলতে নেমে খুলনার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৩২ রানে। এরমধ্যেই জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয় করেন ১১৯ রান। ২২৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৯৬ রান তুলে দিন পার করেছে ঢাকা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রানার্স আপ দৌড়ে এগিয়ে থাকা রাজশাহীর বিপক্ষে জেতার লাইনে রয়েছে ঢাকা মেট্রোপলিটন। প্রথম ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যাওয়া মেট্রোপলিটন দ্বিতীয় ইনিংসে করে ৩৫২ রান। ২৭১ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে রাজশাহীর সংগ্রহ ৬ উইকেটে ১২০ রান। আজ শেষ দিন জয়ের জন্য রাজশাহীকে আরও ১৫২ রান করতে হবে। হাতে রয়েছে মাত্র ৪ উইকেট।
ফতুল্লায় বরিশাল ও রংপুর ম্যাচ ধীরলয়ে এগুচ্ছে ড্রয়ের পথে। আগের দিনের ৫ উইকেটে ৩৪৫ রান নিয়ে খেলতে নেমে রংপুর ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৫৪৩ রান করে। আগের দিন সেঞ্চুরি করেছিলেন ধীমান ঘোষ। কাল করলেন তানভীর। তানভীর আগের দিন অপরাজিত ছিলেন ৩৮ রানে। কাল দিন শেষ করেন ১২১ রানে অপরাজিত থেকে। আসরে এখন পর্যন্ত তার রান ৪২২। আসরে দুটি সেঞ্চুরি ছাড়াও একটি ৯৫ রানের ইনিংস খেলেন চ্যাম্পিয়ন রাজশাহীর বিপক্ষে। বিকেএসপিতে চট্টগ্রাম-সিলেট ম্যাচটি ড্র পথের হাঁটছে। এই ম্যাচের আকর্ষণ চট্টগ্রামের মুমিনুল হক। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে রান করেন ১৬৮। তার ইনিংসেই ভর করে চট্টগ্রামের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৯ উইকেটে ৪১৫। ৪৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১ উইকেটে ৬৪ রান তুলে দিন পার করেছে সিলেট।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা
প্রথম ইনিংস, ২৪৩ ও দ্বিতীয় ইনিংস, ২৩২/১০ ৯৪ ওভার ( এনামুল বিজয় ১১৯, ইমরুল কায়েশ ৩৮। শুভাগত হোম ৩/৫৯, নাজমুল অপু ৩/৬৩, তাইবুর পারভেজ ৩/৪০)।
ঢাকা
২৫২/১০ ও দ্বিতীয় ইনিংস, ৯৬/১, ৩৬ ওভার (রনি তালুকদার ৪৫*, দিদার হোসেন ১৮, তাইবুর পারভেজ ৩২*)।
ঢাকা মেট্রো
প্রথম ইনিংস, ১২৬ ও দ্বিতীয় ইনিংস, ৩৫২/১০, ১১৬.৫ ওভার ( সাদমান ইসলাম ৮৫, সৈকত আলী ৯৫, আসিফ আহমেদ ৫৪, ইলিয়াস সানি ৫৫*। তাইজুল ইসলাম ৫/৮৩, সাঞ্জামুল ইসলাম ২/৬৩)।
রাজশাহী
প্রথম ইনিংস, ২০৭/১০ ও দ্বিতীয় ইনিংস, ১২০/৬, ৫০ ওভার (জুনায়েদ সিদ্দিকী ২৮, হাবিবুর রহমান ২৪। শহীদ ২/১৭, ইলিয়াস সানি ২/২৪)।
বরিশাল
প্রথম ইনিংস ২৮৯/১০ ও দ্বিতীয় ইনিংস, ১৩৩/২, ৩৮ ওভার ( শাহরিয়ার নাফিস ৩৬, সালমান হোসেন ৩৮*, নুরুজ্জামান ২৯*। নাসির হোসেন ২/১৬)।
রংপুর
প্রথম ইনিংস, ৫৪৩/৯, ডি. ১৬৫ ওভার ( ধীমান ঘোষ ১৪৯, তানভীর হায়দার ১২১*, নাঈম ইসলাম ৬০, সোহরাওয়াদী শুভ ৬১। মনির ৫/১৫১)।
চট্টগ্রাম
প্রথম ইনিংস, ২১৩ ও দ্বিতীয় ইনিংস, ৪১৫/৯, ডি. ১০৫ ওভার ( নাজিমউদ্দীন ৬৮, মুমিনুল হক ১৬৮। আহমেদ সাদিক ৭/১০৫)।
সিলেট
প্রথম ইনিংস, ১৯০/১০ ও দ্বিতীয় ইনিংস, ৬৪/১, ২৮ ওভার (সায়েম ইসলাম ৩৯। আলী আকবর ১/৭১)।