গতবার জার্মানরা যখন বিশ্বকাপে খেলতে গেল, এক মিরোস্লাভ ক্লোসা ছাড়া প্রায় সবাই ছিলেন অপরিচিত। কিন্তু জার্মানরা যখন মাঠে নামল, দেখা গেল অপরিচয়ের অন্ধকার দূর করে দিচ্ছে মধ্যাহ্নের সূর্য। আলো ছড়াতে শুরু করলেন থমাস মুলার, লুকাস পোডোলস্কি, মেসুট অজিলরা। তারুণ্যদীপ্ত একটা দল নিয়ে জার্মানরা অনায়াসেই পেঁৗছে গেল সেমিফাইনাল অব্দি। অপ্রতিরোধ্য স্পেনের মুখে না পড়লে সেবার জার্মান তরুণরাও হতে পারত বিশ্ব চ্যাম্পিয়ন! গতবার বিশ্বকাপে আলো ছড়িয়েছেন অনেক জার্মান তারকাই। এদের মধ্যে সবচেয়ে আলোকজ্জ্বল ছিলেন থমাস মুলার। প্রথম একাদশে থেকে খেলতে না পারলেও মুলার গতবার জয় করেছেন গোল্ডেন বুট। হয়েছেন সেরা তরুণ তারকা। ২৪ বছর বয়সী থমাস মুলার এখন অনেক পরিণত। বায়ার্ন মিউনিখের প্রধান তারকাদের একজন। ব্রাজিল বিশ্বকাপেও তিনি পেতে চান গোল্ডেন বুট।
জার্মানরা বহুদিন ধরে বিশ্বকাপের সোনার ট্রফিতে চুমু খেতে পারে না। গত তিনটা বিশ্বকাপে তারা চমৎকার খেলেছে। ২০০২ সালে ফাইনালে হেরেছে ব্রাজিলের কাছে। ২০০৬ ও ২০১০ সালে হয়েছে তৃতীয়। জার্মানরা এবার দুর্দান্ত একটা দল নিয়েই যাচ্ছে বিশ্বকাপে। দারুণ কিছু করে দেখালে অবাক হওয়ার কিছু থাকবে না। সেই হিসেবে পরিণত থমাস মুলার তো গোল্ডেন বুট পেতেই পারেন! এসআইডিকে দেওয়া এক সাক্ষাৎকারে থমাস মুলার বলেছেন, 'গোল্ডেন বুটের পুরস্কারটা ধরে রাখার বিষয় আমার মনে আছে। যদিও আমি জানি যে এটা কোনো বাস্তবসম্মত লক্ষ্য হতে পারে না। এর আগে কেউ কখনোই টানা দুইবার গোল্ডেন বুট জয় করতে পারেনি। তবে এটা জয় করার জন্য আমি সবকিছুই করব।' মুলার সদ্য শেষ হওয়া মৌসুমে জয় করেছে জার্মান বুন্দেস লিগা এবং জার্মান কাপ। ক্লাবের হয়ে ৫১ ম্যাচে করেছেন ২৬ গোল। দারুণ ফর্মে আছেন থমাস মুলার। ব্রাজিল বিশ্বকাপে তিনি গোল্ডেন বুট জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না। যদি তাই হয়, একটা রেকর্ড গড়তে চলেছেন তিনি। প্রথম ফুটবলার হিসেবে টানা দুইবার গোল্ডেন বুট জয়ের গৌরব অর্জন করবেন মুলার।