ডান হাঁটুর এন্টিরিয়র ক্রসিয়েট লিগামেন্টের (এসিএল) চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন জেমস ম্যাডিসন। ফলে আসছে মৌসুমের অধিকাংশ সময় তাকে পাবে না টটেনহ্যাম হটস্পার।
প্রাক-মৌসুমে প্রস্তুতিপর্বে গত ২৭ জুলাই নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলে জেতা প্রীতি ম্যাচে চোট পান ম্যাডিসন। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। ওই ম্যাচের পর টটেনহ্যামের ডেনিশ কোচ টমাস ফ্র্যাঙ্ক জানিয়েছিলেন, গত মে মাসে একই হাঁটুতে চোট পেয়েছিলেন ই্ংলিশ মিডফিল্ডার এবং তাতে মৌসুমের শেষ অংশে আর খেলতে পারেননি তিনি।
টটেনহ্যামের দেওয়া বিবৃতিতে ম্যাডিসনের অস্ত্রোপচার করানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার কতদিন সময় লাগবে, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। তবে এই ধরনের চোটের অস্ত্রোপচারের পর সেরে উঠতে অন্তত ছয় মাসের মতো সময় লাগে।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছিলেন ২৮ বছর বয়সী প্লেমেকার ম্যাডিসন। ইউরোপা লিগ জিতে ১৭ বছরের ট্রফি খরা কাটায় তার দল টটেনহ্যাম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ