ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে দাপুটে জয় পেয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর।
শুক্রবার পর্তুগালের আলগারভে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে রিও অ্যাভেকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসর।
ম্যাচের ১৫ মিনিটে মোহামেদ সিমাকানের গোলে এগিয়ে যায় আল নাসর। ৪৪ মিনিটে আল নাসরকে দ্বিতীয় গোল এনে দেন রোনালদো। দারুণ শটে গোলরক্ষক সেজারি মিসটাকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি।
২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় রোনালদোর আল নাসর। বিরতির পর আল নাসরকে তৃতীয় গোল এনে দেন রোনালদো।
দ্বিতীয়াধের্র ১৮ মিনিটে আল নাসরকে তৃতীয় গোল এনে দেন রোনালদো। নিজের দ্বিতীয় গোলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান রোনালদো।
পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয়ে মাঠ ছাড়ে আল নাসর।
আগামী রবিবার আলমেরিয়ার বিপক্ষে স্পেনে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে আল নাসর। এর আগে গত সপ্তাহে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল তারা। ম্যাচে আল নাসরের হয়ে এক গোল করেছিলেন রোনালদো।
বিডি-প্রতিদিন/বাজিত