গত মৌসুমে অনেক চেষ্টা করেও ইনিগো মার্টিনেজকে দলে ভেড়াতে পারেনি আল নাসর। তবে এবার আর ব্যর্থ হয়নি সৌদি প্রো লিগের ক্লাবটি। বার্সেলোনা ছেড়ে আনুষ্ঠানিকভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলটিতে যোগ দিলেন স্প্যানিশ এই সেন্টার-ব্যাক।
শনিবার এক বিবৃতিতে আল নাসর জানায়, ৩৪ বছর বয়সী মার্টিনেজকে তারা ফ্রি এজেন্ট হিসেবে এক বছরের জন্য দলে নিয়েছে, সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
যদিও এই ট্রান্সফার নিয়ে বড়সড় আলোচনার ঝড় ওঠেনি, তবুও তার বিদায় অনেকের কাছেই বিস্ময়কর। গত মৌসুমে বার্সেলোনার রক্ষণভাগে পাউ কুবার্সির সঙ্গে তার জুটি ছিল দলের সাফল্যের মূল ভিত্তি। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। মৌসুমজুড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪৬ ম্যাচ।
রিয়াল সোসিয়েদাদের একাডেমি থেকে উঠে আসা মার্তিনেস মূল দলে ৯ বছর কাটিয়ে ২০১৮ সালে যোগ দেন আথলেতিক বিলবাওয়ে। সেখান থেকে ২০২৩ সালে বার্সেলোনায় পাড়ি জমান। কাতালান ক্লাবের হয়ে দুই মৌসুমে খেলেছেন ৭১ ম্যাচ, যার ৬১টিতে ছিলেন শুরুর একাদশে। এ সময়ে তিনটি গোল ও পাঁচটি অ্যাসিস্টেরও মালিক তিনি।
মার্টিনেজকে গত মৌসুমেও পেতে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল আল নাসর। কিন্তু তখন বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকোর চেষ্টায় তিনি থেকে যান। এবার অবশ্য সৌদি ক্লাবটির প্রস্তাবে সাড়া দিয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।
এর আগে চেলসি থেকে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সকে দলে নিয়েছে আল নাসর। গতবার লিগে তৃতীয় হওয়া দলটি এবার শিরোপা জয়ের লক্ষ্যে নিয়োগ দিয়েছে অভিজ্ঞ কোচ হোর্সে জেসুসকে।
বিডি প্রতিদিন/নাজিম