ছুটি নিয়ে ভারত অবস্থান করছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। তার সঙ্গী মাহমুদুল্লাহ রিয়াদও। আইপিএল খেলতে সাকিব আল হাসানও ভারতে। এ ছাড়া বাংলাদেশ 'এ' দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করছেন নাসির হোসেন, নাঈম ইসলাম, মুমিনুল হক সৌরভ, সোহাগ গাজী, ইমরুল কায়েশ ও শামসুর রহমান শুভ। ভারতের বিপক্ষে প্রাথমিকভাবে ঘোষিত স্কোয়াডের সদস্য এরা সবাই। এই নয় ক্রিকেটারকে ছাড়াই গতকাল মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। টাইগাররা অনুশীলনে নেমেছেন ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে। যা শুরু হবে ১৫ জুন। অনুশীলন শুরু হয় ভারত সিরিজে টাইগারদের সহকারী কোচ সারোয়ার ইমরানের তত্ত্বাবধানে।
২০১১ সালের পর থেকেই টাইগারদের পারফরম্যান্সের গ্রাফ উপরের দিকেই উঠছিল। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো এবং নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ, সবই করেছে টাইগাররা এ সময়। কিন্তু গত বছরের নভেম্বর মাস থেকে হঠাৎ করেই টাইগারদের পারফরম্যান্সের গ্রাফ নামছে নিচের দিকে এবং তা দ্রুত গতিতে। বিশেষ করে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে হার এবং টি-২০ বিশ্বকাপে হংকংয়ের কাছে হারে চরমভাবে সমালোচিত হন টাইগাররা। টানা নয় হারে ক্রিকেটারদের আত্দবিশ্বাস চলে আসে তলানীতে। আত্দবিশ্বাসহীন টাইগারদের আবার আত্দবিশ্বাসী করাই মূল লক্ষ্য সহকারী কোচের দায়িত্ব পাওয়া ইমরানের। তিনি বলেন, 'ছয় মাস আগেও আমরা আত্দবিশ্বাসী ছিলাম। তখন যে কাউকে হারাতে পারতাম। শেষ দুটি সিরিজে সেখান থেকে সরে এসেছি।'