ব্রাজিল বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করেছে দলগুলো। চূড়ান্ত পর্বে খেলার আগে ৩২টি দলই বেশ কয়েকটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ফেবারিট ফ্রান্স এবং এশিয়ান দল জাপান। প্যারিসের দ্য ফ্রান্স স্টেডিয়ামে ফরাসিরা প্রস্তুতি ম্যাচ খেলবে নরওয়ের সঙ্গে। অন্যদিকে সাইতামা স্টেডিয়ামে জাপানিরা মুখোমুখি হচ্ছে সাইপ্রাসের। ব্রাজিল বিশ্বকাপে ফ্রান্স 'ই' গ্রুপে সুইজারল্যান্ড, ইকুয়েডর এবং হন্ডুরাসের মুখোমুখি হবে। জাপান 'সি' গ্রুপে মুখোমুখি হবে আইভরি কোস্ট, কলম্বিয়া ও গ্রিসের।