ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। সোমবার প্রথম রাউন্ডের নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন তারা।
বর্তমান চ্যাম্পিয়ন নাদাল বৃষ্টির কারণে বিকালের শেষদিকে গড়ানো ম্যাচটি সহজেই জিতে নিয়েছেন। এই কোর্টের আটবারের রাজা ৬-০, ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন আমেরিকান রবি গিনেপ্রিকে। স্প্যানিশ তারকা এক ঘণ্টা ৪২ মিনিট সময় নিয়েছেন উদ্বোধনী লড়াই শেষ করতে।
এদিকে ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন জোকোভিচও জিতেছেন সরাসরি সেটে। পর্তুগিজ প্রতিদ্বন্দ্বী জোয়াও সোসাকে ৬-১, ৬-২ ও ৬-৪ গেমে হারান তিনি।