বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে’র (আইপিএল) চলতি আসরে শীর্ষ দশ খেলোয়াড়ের তালিকায় উঠে এসেছেন।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলা সাকিব আইপিএল’র চলতি আসরে (আইপিএল ৭) ৯ নম্বরে অবস্থান করছেন।
এছাড়া আইপিএল’র এবারের আসরে ব্যাটসম্যানদের তালিকায় ৩৭তম এবং বোলারদের তালিকায় ২২তম স্থানে অবস্থান করছেন সাকিব।