চলতি ফ্রেঞ্চ ওপেনে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটন ঘটেছে এ বছর অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ী সুইস তারকা স্তানিসলাস ভাভরিঙ্কার কপালে। বিশ্ব র্যাংকিংয়ে ৪১তম স্পেনের গুলেরমো গার্সিয়া লোপেজের কাছে প্রথম রাউন্ডে হেরেই বিদায় নিলেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই ভাভরিঙ্কা। চার সেটের খেলায় তিনি ৬২টি অপ্রত্যাশিত ভুল [আনফোরসট এরর] শট খেলেন! ভাভরিঙ্কা শেষ পর্যন্ত লোপেজের কাছে ৬-৪, ৫-৭, ৬-২, ৬-০ গেমে পরাজিত হন।
অথচ ভাভরিঙ্কা একই বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জয়ের স্বপ্ন দেখছিলেন। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের জিম কুরিয়ার উক্ত দুটি ওপেন জিতেছিলেন। ভাভরিঙ্কা তা করতে পারলে জিম কুরিয়ারের পর তিনিই হতেন একই বছর ওই দুটি ওপেন জেতা প্রথম খেলোয়াড়।
এদিকে প্রথম রাউন্ডের খেলায় সহজ জয় পেয়েছেন নোভাক জোকোভিচ, টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল, রজার ফেদেরার, গতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও রুশ সুন্দরী মারিয়া শারাপোভা।