বিশ্বকাপের বল গড়ানোর আগে একটি ম্যাগাজিনের পাতায় ব্রাজিলীয় সুপারমডেল জিসেলের সঙ্গে দেখা গেছে নেইমারকে। প্রচ্ছদে দেখা গেছে, দু'জনেই ব্রাজিলের জাতীয় পতাকা হাতে। দু'জনই সাদা রংয়ের পোশাকে।
ব্রাজিলীয়এই সুন্দরী বিয়ে করেছেন এনএফএ সুপারস্টার টম বার্ডিরকে।
জিসেলের সময়টা ভালো গেলেও, নেইমার কিন্তু মাঠে নেমে ফুল ফোটাতে পারেননি বার্সেলোনার হয়ে। চোটাঘাত তাকে শেষ করে দিয়েছে। লা লিগায় বার্সার শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধেও নামতে পারেননি নেইমার।
এই নেইমারই এবার ব্রাজিলের ভরসা। চোটগ্রস্ত নেইমারকে যাতে লা লিগায় নামানো না-হয়, তার জন্য ব্রাজিলের তরফেও আবেদননিবেদন করা হয়েছিল। তবে বিশ্বকাপের আগে কনফেডারেশনস কাপে নেইমার অন্য মূর্তিতে ধরা দেন। তাকে থামাতেই হিমশিম খেয়ে যান বিপক্ষের ডিফেন্ডাররা।
লুইজ ফেলিপে স্কোলারি নেইমারকে সামনে রেখেই তার পরিকল্পনা সাজাচ্ছেন। এবার দেখার বিষয়, বার্সার ছায়া সরিয়ে রেখে বিশ্বকাপে নেইমার নিজেকে কতটা মেলে ধরতে পারেন। আপাতত ম্যাগাজিনের পাতায় সুন্দরী ব্রাজিলীয় মডেলের সঙ্গেই দেখা যাচ্ছে নেইমারকে।