ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র আদলে আগামী নয় মাসের মধ্যে নারী ক্রিকেটারদের নিয়ে একটি আন্তর্জাতিক টি-২০ টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা রয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে পাঠানো হয়েছে। আইসিসির অনুমোদন মিললে এতে বিশ্বের সেরা নারী ক্রিকেটাররা অংশ নেওয়ার সুযোগ পাবে। খবর বিবিসির
উইম্যান'স ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ ডাব্লিউআইসিএল'র প্রতিষ্ঠাতা শন মার্টিন। বিবিসির রেডিও ফোর'র সঙ্গে এক সাক্ষাৎকারে শন বলেন, দুবাইয়ে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের সঙ্গে প্রস্তাবটি নিয়ে আমরা কথা বলেছি। নীতিগতভাবে তিনি প্রস্তাবটিতে সমর্থন দিয়েছেন।
ইতোমধ্যে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠান টুর্নামেন্টটি আয়োজনে নিজেদের সমর্থন ব্যক্ত করেছে বলে শন জানান।
প্রস্তাবিত ডাব্লিউআইসিএলে মোট ৬টি ব্যক্তিমালীকানাধীন দল [ফ্রাঞ্চাইজ] অংশ নিবে। টুর্নামেন্টটি চলবে ১২ দিন ধরে। আর এটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে। আইপিএলের মতো এই টুর্নামেন্টে খেলার মাধ্যমেও নারী খেলোয়াড়রা আর্থিকভাবে লাভবান হবে বলে শন জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে টুর্নামেন্টটিতে খেলে একজন খেলোয়াড় ১২ দিনে প্রায় চল্লিশ হাজার ডলারের মতো আয় করতে পারবেন। এখন শুধু আইসিসির অনুমোদনের অপেক্ষায় আছেন বলে আয়োজকরা জানিয়েছেন।