শেন জার্গেনসেনের বিদায়ের পর অকূল পাথারেই পড়েছিলেন ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে স্থানীয় কোচদের তত্ত্বাবধানেই খেলার কথা ছিল মাশরাফিদের। কিন্তু বিসিবি পরিচালকদের কঠোর পরিশ্রমে সিরিজের আগেই হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহ ও বোলিং কোচ হিথ স্ট্রিককে পেয়েছে ক্রিকেটাররা। ১৫ জুন শুরু ওয়ানডে সিরিজ। তার আগে গত পরশু শুরু হয়েছে টাইগারদের অনুশীলন। সারোয়ার ইমরানের কোচিংয়ে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। কাল ছিল অনুশীলনের দ্বিতীয়দিন। নয় ক্রিকেটার ছাড়া বাকি সবাই উপস্থিত ছিলেন। অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখিতে টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, পুরনো ছন্দে ফেরাই এখন দলের লক্ষ্য।
২০১১ সালের বিশ্বকাপের পর থেকেই টাইগারদের পারফরম্যান্সের গ্রাফ ছিল উপরের দিকে। এ সময়ে ঘরের মাঠে মুশফিক, মাশরাফিরা হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কাকে। কিন্তু গত ডিসেম্বর থেকে গ্রাফ নিচে নামতে থাকে দ্রুতগতিতে। গতি এতটাই দ্রুত ছিল যে, এশিয়া কাপে আফগানিস্তান ও টি-২০ বিশ্বকাপে হংকংয়ের কাছে হেরে যায়। এই দুই হারে চরমভাবে সমালোচিত হন এবং আত্দবিশ্বাস হারিয়ে বসে ক্রিকেটাররা। হারানো আত্দবিশ্বাস ফেরানোই মূল কাজ জানিয়েছিলেন অনুশীলনের প্রথম দিনে সহকারী কোচ ইমরান। কাল দেশ সেরা পেসার মাশরাফি জানিয়েছেন পুরনো ছন্দে ফিরতে মরিয়া সবাই, 'হারানো আত্দবিশ্বাস ফিরে পাওয়া অবশ্যই চ্যালেঞ্জিং। কিন্তু আমরা সবাই আশাবাদী। গত ছয় মাস খারাপ সময় গেছে আমাদের। খারাপ অবস্থা থেকে ফিরতে ভালো খেলতে হবে আমাদের। ভারতের ব্যাটিং লাইন শক্তিশালী। তারপরও আমরা বিশ্বাস করি, ভালো খেলতে পারলে সিরিজে ভালো করার সম্ভাবনা রয়েছে। আমরা এর আগেও ভারতকে হারিয়েছি। সুতরাং এটা অসম্ভব নয়।'
মাশরাফি সবশেষ টেস্ট খেলেছেন পাঁচ বছর আগে। ইনজুরির জন্য নিয়মিত খেলছেন না ওয়ানডে ও টি-২০। তারপরও খেলেছেন টি-২০ বিশ্বকাপ ও এশিয়া কাপে। তবে সব ম্যাচে নয়। টুর্নামেন্ট চলাকালীনই ইনজুরিতে পড়েছিলেন। ইনজুরি থেকে সুস্থ হতে গত চার মাস রিহ্যাব করে এখন ফিট মাশরাফি। এখন অনুশীলন করছেন জাতীয় দলের সঙ্গে। ইনজুরির সঙ্গে চির সখ্যতার মাশরাফি বলেন, ইনজুরি থেকে ফিরে আসার চেয়ে ভালো খেলাই মূল লক্ষ্য, 'পুরো ক্যারিয়ার জুড়ে ইনজুরি বয়ে বেড়াচ্ছি আমি। এখন এটা সয়ে গেছে। আমি এখন আর আপসেট থাকি না। ভালো খেলার স্পৃহাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মাঠে নেই। আবার ফিরেছি। এখন ভালো খেলতে চাই। সত্যি বলতে, আগের চেয়ে অনেক বেশি ফিট আমি।'
ভারত সিরিজে সহকারী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সারোয়ার ইমরানকে। ইমরানের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা আছে মাশরাফির। ইমরানের কাছ থেকেই ইনসুইং বোলিং শিখেছেন জানান 'নড়াইল এঙ্প্রেস', 'আমার ক্যারিয়ারের শুরুতে পেয়েছি ইমরান স্যারকে। তার সঙ্গে বোলিং নিয়ে অনেক কাজ করেছি। স্যারকে দলের অন্যরা কেমনভাবে নিবে, সেটা নির্ভর করবে সবার উপর। বাংলাদেশের কোচদের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞতা স্যারের। তার সঙ্গে কমিউনিকেশন করা সহজ হবে। আমি ইনসুইংটা তার কাছেই শিখেছি।'
হেড কোচ হাতুরাসিংহে। বোলিং কোচ স্ট্রিক। আগামী দুই বছর জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার কাজ করবেন মাশরাফিদের সঙ্গে। কোচ স্ট্রিক সম্পর্কে ধারণা না থাকলেও বোলার স্ট্রিক অসাধারণ ছিলেন জানান টাইগারদের সাবেক অধিনায়ক, 'বোলার হিসেবে অসাধারণ ছিলেন স্ট্রিক। এক সময় বিশ্বের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। সব সময় তিনি আইসিসির র্যাঙ্কিংয়ে সেরা দশে ছিলেন তিনি। কোচ হিসেবে তার সম্পর্কে তেমন কিছু জানি না।