একদিন আগেই ফুটবল সম্রাট পেলে বলেছেন, এবার আর ১৯৫০ সালের পুনরাবৃত্তি দেখতে চান না। সেবার ঘরের মাঠে শিরোপা জিততে পারেনি ব্রাজিল। এবার শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠার জন্য উদগ্রীব হয়ে আছে ফুটবলপ্রেমীরা। ব্রাজিল দলের সহকারী কোচ কার্লোস আলবার্তো পেরেইরাও একই কথা বলেছেন, 'বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ রয়েছে এবার। এই আসরে যে কয়টি দল অংশ নিচ্ছে তার মধ্যে ব্রাজিলের রক্ষণভাগই সেরা।'
ব্রাজিল দলে সুযোগ পাওয়া সব ডিফেন্ডারই বিশ্বসেরা। তাই কোচ লুই ফেলিপ স্কোলারিকে একাদশ সাজাতে পড়তে হতে পারে মধুর সমস্যায়। অধিনায়ক থিয়াগো সিলভাই প্রধান প্রহরী। ডান সাইডে থাকবেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার তারকা ডিফেন্ডার দানি আলভেজ। বাম সাইডে দেখা যাবে রিয়াল মাদ্রিদের তারকা মার্সেলোকে। চতুর্থ ডিফেন্ডার হিসেবে দেখা যেতে পারে থিয়াগোর ক্লাব সতীর্থ পিএসজের ডেভিড লুইসকে। এছাড়া ডাকআউটেও বসে থাকতে হবে বায়ার্ন মিউনিখ তারকা দানতে, পিএসজের ম্যাক্সওয়েল, রোমার মাইকন এবং নাপোলির হেনরিককে। এমন একটি রক্ষণভাগকে সেরা বলতেই পারেন পেরেইরা। ব্রাজিলের সহকারী কোচের দাবি, দল হিসেবেও এবার ব্রাজিল সেরা। 'আমরা এর আগেই পাঁচ পাঁচবার বিশ্বকাপ জিতেছি। সামর্থ্য তো দেখিয়েছি। তবে এবারও আমাদের দলে গ্রেট তারকারাই রয়েছে। যারা বিশ্বকাপ জয়ের ব্যাপারে অনেক বেশি আত্দবিশ্বাসী।' পেরেইরা আরও বলেন, 'আমাদের দল অনেক বেশি অভিজ্ঞ। দলের সব খেলোয়াড়ই আন্তর্জাতিক পর্যায়ে সেরা তারকা। তারা দেশের মাটিতেও ভালো করার ব্যাপারে প্রত্যয়ী। আশা করি, বিশ্বকাপে ফল আমাদের পক্ষেই থাকবে।'