ব্রাজিল বিশ্বকাপ জয়ের তালিকায় নেই ক্যামেরুনের নাম। তারপরও দলকে উজ্জীবিত করতে অন্যান্য দেশগুলোর মতো বোনাস ঘোষণা করেছে সে দেশের ফুটবল ফেডারেশন। কিন্তু সেটা মানতে নারাজ স্যামুয়েল এটোরা। ক্যামেরুনের ফুটবলারদের দাবি আরও বেশি। বোনাস বাড়ানো নিয়ে বিশ্বকাপের ১৫ দিন আগে ঠাণ্ডা লড়াই চলছে ক্যামেরুন ফুটবল ফেডারেশন ও ফুটবলারদের মধ্যে। ক্যামেরুন ফুটবল ফেডারেশন বোনাস ঘোষণা করেছিল ৬১ হাজার ইউরো। সেটা মানেনি ফুটবলাররা। এর বিপক্ষে অবস্থান নেন। ফলে বাধ্য হয়ে বোনাসের অর্থের পরিমাণ বাড়িয়ে ৬৮ হাজার ইউরো করে সে দেশের ফেডারেশন। এবারও মানেননি এটোরা। তাদের দাবি ১২০ মিলিয়ন ক্যামেরুন ফ্রা বা ১ লাখ ৮২ হাজার ইউরো।
বিশ্বকাপে আফ্রিকান দেশটি খেলবে 'এ' গ্রুপে। আসরে দলটির প্রথম খেলা ১৩ জুন, প্রতিপক্ষ মেক্সিকো। ১৮ জুন ক্রোয়েশিয়া ও ২৩ জুন ব্রাজিলের বিপক্ষে খেলা। দেশটি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোনো পয়েন্ট না পেয়ে প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ে। তারপরও বোনাস অর্থ পেয়েছিল ৬৫ হাজার ইউরো। দলটির সেরা সাফল্য ১৯৯০ সালে। সেবার টপকেছিল প্রথম রাউন্ডের গণ্ডি। বিশ্বকাপে এমন পারফরম্যান্সের পরও ফুটবলারদের বোনাস নিয়ে দর কষাকষিতে বিরক্ত সে দেশের ফুটবল কর্মকর্তারা। বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে ক্যামেরুন ২-০ গোলে হারিয়েছে মেসিডোনিয়াকে। আগামীকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।