এখনো বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেনি বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ৩০ জুন বলিভিয়ার বিপক্ষে প্রীতিম্যাচের পরই দল চূড়ান্ত করবেন কোচ ডেল বস্ক। আর প্রীতিম্যাচে ডাক পেয়েই নিজেকে সৌভাগ্যবান ভাবতে শুরু করেছেন চেলসি স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। তিনি ব্রাজিল বিশ্বকাপ দলেও থাকার ব্যাপারে আশাবাদী।
তোরেস স্পেনের হয়ে শেষ ম্যাচ খেলেছেন কনফেডারেশন কাপে। এক বছর পর আবার জাতীয় দলে ডাক পেয়ে অভিভূত তিনি। মাদ্রিদে দলের অনুশীলনের সময় গণমাধ্যমের কাছে তোরেস বলেন, 'কনফেডারেশন কাপের পর প্রায় বছরখানেক পরে এখানে ফিরে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত। এখন আমি ম্যাচটির জন্য মুখিয়ে আছি।'
প্রীতিম্যাচের জন্য ডেল বস্ক তোরেসকে দলভুক্ত করলেও ম্যানচেস্টার সিটির আলভারো নেগরেদো এবং জুভেন্টাসের ফার্নান্দো লরেন্টেকে বিবেচনা করেননি। তবে চেলসিতে খুব একটা ভালো সময় না কাটানোর পরেও জাতীয় দলে ডাক পাওয়াটাকে বিশেষ এক উপহার হিসেবেই আখ্যায়িত করেছেন তোরেস। যদিও তার সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে দেল বস্ক প্রশংসাই করেছেন। তবে দলে জায়গা পাওয়া বা না পাওয়া নিয়ে এখনই কোনো কিছু ভাবতে চাননা চেলসি তারকা।