সকাল থেকেই আকাশে কালো মেঝের ছড়াছড়ি। সিএবি সূত্র জানেয়েছে, আজ বুধবার বেশি বৃষ্টি না হলে নির্ধারিত সময় বিকেল ৪টা থেকেই ইডেনে খেলা শুরু হতে পারে।
প্রবল বৃষ্টির কারণে গতকাল মঙ্গলবার ইডেনে আইপিএল সেভেনের প্রথম প্লে-অফে কলকাতা নাইটরাইডার্স ও কিংস ইলেভেন পঞ্জাবের ম্যাচ পরিতক্ত হয়। রিজার্ভ-ডে থাকায় আজ বুধবার পুরো খেলা হবে ৷ পুরনো টিকিটেই এই খেলা দেখতে পারবেন দর্শকরা ৷
বিকেল ৪টায় খেলা শুরু হলে পুরো ২০ ওভারের ম্যাচ হবে। অল্প বৃষ্টি হলেও খেলা চলবে বলে আশাবাদী ইডেনের মাঠ-কর্মীরা ৷ কিন্তু ভারী বর্ষণে ম্যাচ শুরু করাই কঠিন হয়ে যাবে বলে মনে করছেন তারা ৷ তবে আইপিএল-এর নিয়মানুযায়ী কমপক্ষে ৫ ওভার করে ম্যাচ হতে হবে ৷ তা না-হলে সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি হবে ৷ তাও না-হলে লিগে বেশি সংখ্যক ম্যাচ জেতার সুবাদে সরাসরি ফাইনালে চলে যাবে প্রীতি জিন্টার পঞ্জাব। আর ফাইনালের জন্য শাহরুখ খানের কেকেআর-কে খেলতে হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের বিজয়ীর সঙ্গে।