সব দেশেই শিক্ষার্থীদেরকে তাদের পড়াশোনায় ও প্রায়োগিক জীবনের বিভিন্ন বিষয়ে অনুপ্রেরণা দিতে পাঠ্যক্রমে বিখ্যাত ব্যক্তিদের জীবনী অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এসব জীবনী পড়ে শিক্ষার্থীরা বড় অনুপ্রেরণা ও সঠিক দিকনির্দেশনা পায়। তেমনই এক পদক্ষেপ নিল ভারত। দেশটির মহরাষ্ট্র রাজ্য সরকার স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছে 'ক্রিকেট ঈশ্বর' নামে খ্যাত শচীন টেন্ডুলকারের জীবনী। মূলত চতুর্থ শ্রেণীর পাঠ্যক্রমে শচীনের উপর একটি অধ্যায় সংযোজন করা হয়েছে। মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী গতকাল একথা জানান।
চলতি বছর থেকেই পাঠ্যক্রমে শচীন অধ্যায় যুক্ত হচ্ছে। মারাঠি এবং ইংরেজি ভাষার বইয়ে এটি সংযোজন করা হবে।
শিক্ষামন্ত্রী জানান, ‘ছাত্রদেরকে অনুপ্রাণিত করার লক্ষ্যে স্কুল সিলেবাসে এবার টেন্ডুলকারকে যোগ করা হচ্ছে।’ তবে মহারাষ্ট্রে পাঠ্যক্রমে জীবন্ত ক্রিকেটারের জীবনী সংযোজন এবারই প্রথম কোনো ঘটনা নয়। এর আগে চাঁদু বোরদে এবং সুনীল গাভাস্কারের জীবনী স্থান পেয়েছে পাঠ্যক্রমে।
গত বছর নভেম্বরে নিজ শহর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০ তম টেস্ট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ক্রিকেট ঈশ্বর শচীন।