ব্রিটিশ নাম্বার ওয়ান টেনিস তারকা অ্যান্ডি মারে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে বাদ পড়ার শঙ্কা থেকে উতরে গেলেন। টুর্নামেন্টের তৃতীয় বাছাই ও চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন সুইস স্তানিসলাস ভাভরিঙ্কা সোমবার প্রথম রাউন্ডেই হেরে বাদ পড়েছেন।
ফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়ন চীনের লি না এবং টুর্নামেন্টের ১১তম বাছাই গ্রিগর দিমিত্রবও গতকাল তাদের নিজ নিজ প্রথম রাউন্ডের ম্যাচে হেরে বিদায় নিয়েছেন। তাই ভাভরিঙ্কা ও লি নার মতো শীর্ষ বাছাইদের ভাগ্য কপালে জুটে কিনা এ শঙ্কায় ছিলেন মারে। তবে শেষ পর্যন্ত বিশ্ব র্যাংকিংয়ে ৫৩তম স্থানে থাকা কাজাখস্তানের আন্দ্রে গলুবেভের বিরুদ্ধে চার সেটে ৬-১,৬-৪,৩-৬, ৬-৩ গেমে জয় পান অ্যান্ডি মারে।
২০১২ সালের পর রোলাঁ গারোতে এই প্রথম জয় পেলেন মারে কারণ গত বছর পিঠের ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন খেলতে পারেননি তিনি। দ্বিতীয় রাউন্ডে মারে বিশ্বের ৬৬ নম্বর তারকা অস্ট্রেলিয়ার মারিনকো মাটোসেভিকের বিরুদ্ধে খেলবেন। খবর বিবিসির