আইপিএল সেভেনের নিলামে উথাপ্পাকে কেনার জন্য শাহরুখ খানের কাছে ঋণী থাকবেন তিনি। কেকেআর-এর হাত ধরে ২২ গজে নতুন জীবন পেতে চলেছেন কর্নাটকের ডানহাতি ওপেনার। কেননা আইপিএল সেভেনে খেলায় নৈপুণ্যতার কারণে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে উথাপ্পার ৷
আজ বুধবার মুম্বাইয়ে আসন্ন বাংলাদেশ ও ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল বেছেন নেবে জাতীয় নির্বাচক কমিটি। জুনের শেষে ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে বাংলাদেশে তিন ওয়ান ডে-র সিরিজ খেলবে ভারত। বাংলাদেশ সফরের দলে ঢুকতে চলেছেন উথাপ্পা।
এদিকে, উথাপ্পার মতো আইপিএল-এ ভালো পারফরম্যান্স করায় বাংলাদেশে সফরে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে ঢুকতে পারেন বাংলার ঋদ্ধিমান সাহা ৷ আইপিএল সেভেনে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে উপরের দিকে ব্যাট করে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। জাতীয় দলে ফিরতে পারেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। এছাড়াআইপিএল-এ পারফরম্যান্সের দৌলতে প্রথমবার জাতীয় দলে জার্সি গা-চাপতে পারে কেরলের উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন এবং পঞ্জাবের পেসার সন্দীপ শর্মার ৷