ব্রাজিল বিশ্বকাপ ফুটবল সামনে রেখে জয় দিয়ে প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র। গতকাল এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজারবাইজানের বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় দেশটি। যুক্তরাষ্ট্রের জার্মান কোচ জারগেন ক্লিন্সম্যান ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণার পর এটিই ছিল তাদের প্রথম ম্যাচ। তবে আজারবাইজানের বিরুদ্ধে ম্যাচে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগে কিছু সমস্যা লক্ষ্য করা গেছে। তাই বিশ্বকাপের উদ্দেশ্যে ব্রাজিল রওনা হওয়ার আগে কোচ ক্লিন্সম্যাসকে রক্ষণভাগের সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে হবে।
ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের অবস্থান 'জি' গ্রুপে। গ্রুপের অন্য দেশগুলো হচ্ছে ২০১০ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালিস্ট ঘানা, ২০১২ উয়েফা ইউরো কাপের সেমিফাইনালিস্ট পর্তুগাল ও কোচ ক্লিন্সম্যানের নিজ দেশ জার্মানি।
আগামী রবিবার যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে নিউ জার্সির রেড বুল এরিনায় আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৭ জুন ফ্লোরিডাতে নাইজেরিয়ার বিরুদ্ধেও আরেকটি প্রীতি ম্যাচ রয়েছে।
উল্লেখ্য, ব্রাজিল বিশ্বকাপে আগামী ১৬ জুন যুক্তরাষ্ট্র ঘানার বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে। খবর ফিফা ডটকমের