ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিলেন মেয়েদের অন্যতম শীর্ষ বাছাই লি না। অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী চীনের এই তারকা হেরে গেছেন র্যাঙ্কিংয়ের ১০৩ নম্বর স্থানে থাকা ফরাসি তরুণী ক্রিস্টিনা ম্লাদেনোভিচের কাছে। ৩৭টি অমার্জনীয় ভুলের কারণেই ছিটকে পড়তে হলো সাবেক ফ্রেঞ্চ ওপেন বিজয়ী এই তারকাকে।
তবে অনবদ্য খেলেছেন ক্রিস্টিনা ম্লাদেনোভিচ। দুই ঘণ্টার লড়াইয়ে লি নার পরাজয় ৭-৫, ৩-৬, ৬-১ গেমে। র্যাঙ্কিংয়ে স্থানটা ১০৩ হলেও ম্লাদেনোভিচ কিন্তু একেবারে ফেলনা কেউ ছিলেন না। এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনে ড্যানিয়েল নেস্টরের সঙ্গে মিশ্র দ্বৈতে শিরোপাজয়ী তিনি। দ্বিতীয় রাউন্ডে তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের অ্যালিসন রিস্কের সঙ্গে। -এএফপি।