ফ্রেঞ্চ ওপেনের শুরুতে কয়েকটি অঘটনের দেখা মিললেও সেটা এড়িয়ে যেতে পারলেন নোভাক জোকোভিচ। বুধবার দ্বিতীয় রাউন্ডের বাধা পেরুলেন সার্ব তারকা। ৪২ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা জেরেমি চার্ডির বিপক্ষে জয় পেয়েছেন জোকোভিচ। ৬-১, ৬-৪, ৬-২ গেমে তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন তিনি।
এক ঘণ্টার কিছুটা সময়ে ফরাসির বিপক্ষে জয় পেয়েছেন জোকোভিচ। এনিয়ে তার বিপক্ষে ২২ সেটের সবকটিই জিতলেন এই ২৭ বছর বয়সী।
ছয়বার বড় কোনো ট্রফি জেতা জোকোভিচ রোঁলা গাঁরোয় কখনও চ্যাম্পিয়ন হতে পারেননি। অষ্টম পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূরণের লড়াইয়ে নেমেছেন এই সার্ব।
প্যারিসে গত সাত বছরে পাঁচবার সেমিফাইনালে ওঠা জোকোভিচ ২০১২ সালের ফাইনালে রাফায়েল নাদালের কাছে শিরোপা হাতছাড়া করেন।