হঠাৎ করেই লিওনেল মেসির আর্জেন্টাইন ফুটবল দলের খেলোয়াড়দের ডোপ টেস্টের মুখে পড়তে হয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে বুয়েন্স আয়ার্সে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পের মাত্র একদিন আগে আকস্মিক এই ডোপ টেস্ট সবাইকে অবাক করে দিয়েছে। হঠাৎ করে আর্জেন্টাইন ফুটবলারদের অনুশীলন ক্যাম্পে এই পরীক্ষা পরিচালনার জন্য ফিফার থেকে নিয়োগকৃত ছয়জন চিকিৎসককে পাঠানো হয়।
দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৯৯০ সালের পরে কোয়ার্টার ফাইনালে গণ্ডি পেরুতে পারেনি। আগামী ১৫ জুন বসনিয়ার বিপক্ষে গ্রুপ-এফ থেকে মেসির দল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এ গ্রুপে আরও রয়েছে ইরান এবং আফ্রিকান নেশন্স কাপ জয়ী নাইজেরিয়া।
প্রচণ্ড ঠাণ্ডা এবং তুষারপাতের কারণে আর্জেন্টিনার খেলোয়াড়রা বর্তমানে ইনডোরে অনুশীলন করছে। ইনজুরির কারণে মিডফিল্ডার ফার্নান্দো গাগো এবং ইভার বানেগা আলাদাভাবে অনুশীলন করছেন। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে রিয়াল মাদ্রিদ তারকা অ্যাঞ্জেল মারিয়াও বুয়েন্স আয়ার্সে পৌঁছে। কয়েক দিনের মধ্যে তারও অনুশীলনে যোগ দেওয়ার কথা। লাতিন আমেরিকায় খেলা বলে এবারের বিশ্বকাপকে পাখির চোখ করে রেখেছে আর্জেন্টাইনরা। কেননা দক্ষিণ আমেরিকার মাটিতে সবচেয়ে সফল দল আর্জেন্টাইনরাই। কোপা আমেরিকা কাপে আধিপত্য আর্জেন্টাইনদের। ব্রাজিল যেখানে জিতেছে ৮ বার সেখানে আর্জেন্টিনা ১৩ বার কোপার শিরোপা ঘরে তুলেছে। তাই এবার ব্রাজিল বিশ্বকাপ নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছে আলবেসিলেস্তরা।