টাইব্রেকারে জয় পেয়ে কপাল জোরে শেষ আটে জায়গা করে নিয়েছে ব্রাজিল। অথচ নির্ধারিত সময়ে তারা ২-১ গোলে জয় পেয়ে যেত। ৫৫ মিনিটে ব্রাজিলের হাল্ক জালে বল পাঠালেও ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব তা বাতিল করে দেন। কারণ জালে জড়ানোর আগেই বল হাল্কের হাত স্পর্শ করেছিল অর্থাৎ হ্যান্ডবল। এখন এ নিয়ে চলছে নানা বিতর্ক। ব্রাজিলিয়ানরা মনে করেন এটা ছিল রেফারির ভুল সিদ্ধান্ত। মাঠে হাল্ক বার বার বোঝাতে চাইছিলেন, হাতে নয় বল লেগেছিল বগলের নিচে। কিন্তু রেফারি তার এ দাবি নাকচ করে দেন। তিনি বলেন, হ্যান্ডবল না হলে গোল বাতিল করার প্রশ্নই উঠে না। কারণ আমিতো আর চিলিকে জেতাতে মাঠে আসিনি। যাক, হ্যান্ডবল না হয় মেনে নেওয়া যায়। কিন্তু হাল্ককে হলুদ কার্ড দেখানো হলো কোন যুক্তিতে। এ অবস্থায় কেউ কি ইচ্ছাকৃতভাবে বল হাতে লাগায়। ব্রাজিলের এক পত্রিকা উল্লেখ করেছে ভাগ্যিস ব্রাজিল জিতে গেছে। তা না হলে ম্যাচ শেষে ইংলিশ রেফারিকে সমর্থকদের ধাক্কা সামাল দিতে হতো। কারণ রেফারির ভুলে ব্রাজিল নিজ দেশ থেকে বিদায় নেবে তা অনেক সমর্থকই মেনে নিতে পারতেন না।