বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে পুরো দেশ। টিভির সামনে মেসি, নেইমারদের নৈপুণ্য দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন ফুটবলপ্রেমীরা। অথচ দেশের পেশাদার লিগে গ্যালারি থাকছে প্রায় ফাঁকা। এ অবস্থায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মোহামেডান-আবাহনী আজ লিগের তৃতীয় পর্বে মুখোমুখি হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় খেলাটি শুরু হবে। শিরোপার জন্য না থাকলেও রানার্স-আপের জন্য ম্যাচের গুরুত্ব অনেক। ২১ ম্যাচে আবাহনীর সংগ্রহ ৩৯, মোহামেডানের ৩৬। চলতি মৌসুমে দুই দলের এটি ষষ্ঠ সাক্ষাৎ। ফেডারেশন কাপ ও প্রথম পর্বে আবাহনী জয় পেলেও স্বাধীনতা কাপে দুবার ও লিগের দ্বিতীয় পর্বে মোহামেডান জয় পেয়েছে। শেখ জামালের শিরোপা নিশ্চিত হওয়ায় এমনিতেই এ ম্যাচের কোনো আকর্ষণ নেই। তার পরও আবার বিশ্বকাপ জোয়ারে গ্যালারিতে আজ দর্শক দেখা যাবে কি না এ নিয়ে সংশয় থেকে যাচ্ছে।
মোহামেডানের অধিনায়ক এমিলি বলেছেন, 'আমরা জয়ের লক্ষেই মাঠে নামব'। অন্যদিকে আবাহনীর সুজনও জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেছেন।