কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে বার্বাডোজ টেস্টে ভালো অবস্থানে সফরকারী নিউজিল্যান্ড। চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩৩১ রান করেছে তারা।
তিন উইকেট হাতে রেখে ৩০৭ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। ১৬১ রান করে অপরাজিত আছেন উইলিয়ামসন। তার ২৭১ বলের ইনিংসটিতে ২২টি চার রয়েছে।
শনিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ৩ উইকেটে ১২৩ রান নিয়ে খেলতে নেমে দিনের চতুর্থ ওভারেই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের (২৫) উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে জেমস নিশামের সঙ্গে ৯১ ও বিজে ওয়াটলিংয়ের সঙ্গে ৭৯ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন উইলিয়ামসন।
৫৫ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার কেমার রোচ।