বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে নিজ বাড়িতে গুলি করে হত্যার দায়ে দক্ষিণ আফ্রিকার প্যারালিম্পিক স্বর্ণজয়ী দুপাবিহীন দৌঁড়বিদ অস্কার পিস্টোরিয়াসের বিচারকাজ এক মাসের বিরতির পর আজ ফের শুরু হচ্ছে। রিভাকে খুন করার সময় পিস্টোরিয়াস উদ্বেগজনিত মানসিক অসুস্থতায় [জেনারালাইজড এংজাইটি ডিসঅর্ডার] ভুগছিল- ডিফেন্স টিমের এক সাক্ষীর বক্তব্যের প্রেক্ষিতে প্রসিকিউশন তার মানসিক অবস্থার মূল্যায়নের অনুরোধ জানিয়েছিল। এর প্রেক্ষিতে বিচারক পিস্টোরিয়াসকে রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে এক মাসের মানসিক পরীক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছিল। খবর বিবিসির
পিস্টোরিয়াসের এক মাস ধরে নেওয়া মানসিক স্বাস্থ্যের পরীক্ষাগুলোর উপর বিশেষজ্ঞ একটি দল একটি প্রতিবেদন জমা দিবেন। খুনের সময় তিনি আসলেই মানসিক অসুস্থতায় ভুগছিলেন কিনা এ প্রতিবেদন বিচারককে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
এদিকে, বিরতির পর বিচারকাজ শুরুর সামনের দিনগুলোয় পিস্টোরিয়াসের আইনজীবীরা তাদের সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন শেষ করবেন বলে আশা করা হচ্ছে। তখন পিস্টোরিয়াসের পক্ষে আরো তিনজন সাক্ষী আদালতে উপস্থাপন করানো হতে পারে।
গত বছর বিশ্ব ভালোবাসা দিবসে পিস্টোরিয়াস নিজ বাড়িতে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে খুন করেন। অনুপ্রবেশকারী ভেবে দুর্ঘটনাক্রমে তিনি রিভাকে খুন করেন বলে দাবি করে আসছেন। তবে প্রসিকিউশন তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ আনে যা পিস্টোরিয়াস অস্বীকার করে আসছেন।
বান্ধবী স্টিনক্যাম্পকে খুনের দায়ে রাজধানী প্রিটোরিয়ার একটি আদালতে চলতি বছর ৩ মার্চ পিস্টোরিয়াসের বিচারকাজ শুরু হয়। বিচারে খুনের অভিযোগ প্রমাণিত হলে পিস্টোরিয়াসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। যদি তিনি খুনের অভিযোগ থেকে অব্যাহতি পান তাহলে আদালত তার বিরুদ্ধে আরেকটি বিকল্প অভিযোগ আনার কথা বিবেচনা করবে। তা হলো ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে নরহত্যার [কালপাবল হোমিসাইড] অভিযোগ। এ অভিযোগে দোষী প্রমাণিত হলে পিস্টোরিয়াসের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।