পঞ্চম বাছাই স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে উড়িয়ে দিয়ে উইম্বলডনের শেষ ষোলোয় পৌঁছলেন। ৬-৩, ৬-৩, ৬-৪ সেটে ম্যাচ জিতলেন তিনি। এর আগে শেষবার উইম্বলডনের চতুর্থ রাউন্ডে ওয়ারিঙ্কা পৌঁছেছিলেন ২০০৯ সালে। কোয়ার্টার ফাইনালে উঠতে এবার তাঁকে খেলতে হবে জন ইসনার বা ফেলিসিয়ানো লোপেজের মধ্যে একজনের বিরুদ্ধে।
ওয়ারিঙ্কার পাশাপাশি শেষ ষোলোয় উঠেছেন জাপানের দশম বাছাই কেই নিশিকোরিও। পাঁচ সেটের লড়াইয়ে সিমন বোলেলিকে এদিন ৩-৬, ৬-৩, ৪-৬, ৭-৬, ৬-৪ সেটে হারালেন তিনি। তৃতীয় রাউন্ডের ম্যাচটি নিশিকোরির জিততে সময় লাগল দু’দিন। কারণ শনিবার প্রথম দিনে খারাপ আলোর জন্য খেলা বন্ধ হয়ে যাওয়ার পর এদিন অবশেষে ম্যাচ জিতে যান নিশিকোরি। পরের রাউন্ডে এবার কানাডার অষ্টম বাছাই মিলোস রাওনিচের মুখোমুখি হবেন জাপানের এই টেনিস তারকা।