বার্বাডোজ টেস্টের পঞ্চম ও শেষ দিন ওয়েস্ট ইন্ডিজকে ৫৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড।
সোমবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে শেষ দিনে জয়ের জন্য ৩০৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ২৫৪ রানে গুড়িয়ে দেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন তিনটি করে উইকেট নেয়া ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও মার্ক ক্রেইগের।
৭ উইকেটে ৩৩১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। তবে সোমবার শেষ দিনে আর ব্যাট করতে না নেমেই ইনিংস ঘোষণা করে তারা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্রেইগ ব্রেথওয়েইটের উইকেট হারিয়ে শুরুতেই হোঁচট খায় ক্যারিবীয়রা। দলীয় ৮১ রানের মধ্যে আরো তিনটি উইকেট হারিয়ে দেয়ালে পিঠ ঠেকে যায় তাদের। শেষ দিকে জেসন হোল্ডার (৫২) চেষ্টা করলেও দলের হার ঠেকাতে পারেননি।
জ্যামাইকাতে প্রথম টেস্ট ১৮৬ রানে জিতে নিউজিল্যান্ড এগিয়ে গেলেও ত্রিনিদাদে দ্বিতীয় টেস্ট ১০ উইকেট জিতে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।