ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস স্টেডিয়ামের ২০০ বছর পূর্তি উপলক্ষে মেরিলিবোন ক্রিকেট ক্লাব এমসিসি ৫ জুলাই প্রীতি ম্যাচ খেলবে অবশিষ্ট বিশ্ব একাদশের সঙ্গে। ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেবেন তামিম ইকবাল খান। প্রীতি ম্যাচে অংশ নিতে ইতোমধ্যেই লন্ডনে পাড়ি জমিয়েছেন তামিম। রেস্ট অব দ্য ওয়ার্ল্ড বা অবশিষ্ট বিশ্ব একাদশের হয়ে খেলবেন বাংলাদেশের অন্যতম সেরা এ ওপেনার।
রেস্ট অব দ্য ওয়ার্ল্ডকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। দলে ওয়ার্নের পাশাপাশি রয়েছেন আফ্রিদি, মুরালিধরন, শেবাগ, যুবরাজ সিং ও কেভিন পিটারসেনের মতো তারকারা।
তারকার কমতি নেই এমসিসি একাদশেও। এমসিসিকে নেতৃত্ব দিবেন অবসরে যাওয়া ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। দলে রয়েছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা, দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়, সাঈদ আজমল, ব্রেট লি ও ড্যানিয়েল ভেট্ররির মতো তারকারা।