ক্যামেরুনের সাত খেলোয়াড়ের বিরুদ্ধে ব্রাজিল বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। আর এ অভিযোগের তদন্ত করতে যাচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন। জার্মানির একটি স্পোর্টস ম্যাগাজিনে সিঙ্গাপুরের একজন সাজাপ্রাপ্ত ম্যাচ ফিক্সার এমন অভিযোগ আনেন। বিশ্বকাপে 'এ' গ্রুপে নিজেদের প্রথম পর্বের তিনটি ম্যাচের প্রত্যেকটিতে হেরেছে ক্যামেরুন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে আফ্রিকার এই দলটি। খবর বিবিসির
'ডের স্পিয়েজেল' নামে জার্মান ম্যাগাজিনে সিঙ্গাপুরের ওই ফিক্সার দাবি করেন যে, ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রতিটি ম্যাচে ক্যামেরুনের সাতজন খেলোয়াড় ম্যাচ ফিক্সিং করেছে।'
ক্যামেরুনের ফুটবল ফেডারেশনের নৈতিক কমিটি এ অভিযোগের তদন্ত করার ঘোষণা দিয়েছে।
অনতিবিলম্বে এ ব্যাপারটির সমাধানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা প্রয়োগের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ বলে দেশটির ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।