উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল উঠেছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও তৃতীয় বাছাই ব্রিটিশ অ্যান্ডি মারে। বিশ্বের দুই নম্বর শীর্ষ তারকা জোকোভিচ টুর্নামেন্টের ১৪তম বাছাই ফ্রান্সের জো উইলফ্রে সোঙ্গাকে চতুর্থ রাউন্ডে সরাসরি সেটে হারান। সোঙ্গা প্রথম দুই সেট হারলেও তৃতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। তবে জোকোভিচ তৃতীয় সেট টাইব্রেকে জিতে ম্যাচটি ৬-৩, ৬-৪, ৭-৬ গেমে জিতে নেন। কোয়ার্টার ফাইনালে তিনি ক্রোয়েশিয়ার মেরিন সিলিকের বিরুদ্ধে খেলবেন। খবর বিবিসির
এদিকে, টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে সাউথ আফ্রিকার কেভিন এন্ডারসনের বিরুদ্ধে জয় পেয়ে সপ্তমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। টুর্নামেন্টের ২০তম বাছাই কেভিনের বিরুদ্ধে মারে ৬-৪, ৬-৩, ৭-৬ [৮-৬] গেমে জয় পান। কোয়ার্টার ফাইনালে মারে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রবের বিরুদ্ধে খেলবেন।