শুধু বিশ্বকাপ ট্রফিটা জিততে চান ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। শীর্ষ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জয়ের পরোয়া করেন না তিনি।
গণমাধ্যমকে নেইমার তারকা বলেছেন, গোল্টেন বুট জেতা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তিনি শুধু বিশ্বকাপ জেতার ব্যাপারে আগ্রহী। এমনকি ব্যক্তিগত অর্জন নিয়ে কথা বলতেও তিনি আগ্রহী নন।
নেইমারবলেন, আমি সেরা খেলোয়াড় হতে চাইনা। আমি গোন্ডেন বুট জিততে চাইনা। আমি শুধু বিশ্বকাপ জয়ীর তকমা চাই।
তিনি আরো বলেন, এটা তাই, আমি সর্বক্ষণ যার স্বপ্ন দেখি। তবে এটা কিভাবে হবে জানিনা। আমি শুধু ফুটবল খেলে যেতে চাই এবং আমার সতীর্থদের ও দলকে সাহায্য করতে চাই। আমার আশা বিশ্বকাপ ট্রফি জয়ের মধ্য দিয়ে এই স্বপ্নের শেষ হবে।